ফ্লোরিডা উপকূলে নৌকা উল্টে নিহত ১, নিখোঁজ ৩৮
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2022 10:43 AM BdST Updated: 26 Jan 2022 11:12 PM BdST
-
টুইটারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের পোস্ট করা একটি ছবিতে উল্টে যাওয়া একটি নৌকার খোলের ওপর এক ব্যক্তিকে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবি: নিউ ইয়র্ক টাইমস
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১ জন মারা গেছেন এবং ৩৮ জন নিখোঁজ হয়েছেন। মার্কিন উপকূলরক্ষীরা নিখোঁজদের সন্ধান করছেন।
ক্যারিবীয় অঞ্চলের দেশ বাহামাস থেকে আসা নৌকাটি স্থানীয় সময় শনিবার রাতে উল্টে যায়।
ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স শহর থেকে ৭২ কিলোমিটার দূরে মৎসজীবীরা উল্টে যাওয়া নৌকার ওপর এক ব্যক্তিকে দেখতে পাওয়ার পর উদ্ধারকারীরা মঙ্গলবার সকালে ঘটনার খবর পায়।
ওই ব্যক্তি জানায়, সে শনিবার রাত থেকে উল্টে যাওয়া নৌকাটি আকড়ে ধরে আছে। নৌকাটি বাহামাসের বিমিনি থেকে তাকেসহ মোট ৪০ জন আরোহী নিয়ে রওনা হয়ে উত্তর দিকে এগোনোর পথে খারাপ আবহাওয়ার মধ্যে উল্টে যায়।
টুইটারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের পোস্ট করা একটি ছবিতে ওই ব্যক্তিকে উল্টে যাওয়া একটি নৌকার খোলের ওপর বসে থাকতে দেখা গেছে।
কোস্টগার্ড জানিয়েছে, ফোর্ট পিয়ার্স থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে সাগরে নৌকাটি উল্টে গিয়েছিল।
এটি কী ধরনের নৌকা ছিল নিউ ইয়র্ক টাইমস তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার করতে পারেনি। নৌকাটির আরোহীদের কারও পরনে লাইফ জ্যাকেট ছিল না বলে কোস্টগার্ড জানিয়েছে।
বিবিসি জানায়, “এটি সম্ভবত মানবপাচারের একটি উদ্যোগ ছিল, বলছেন মার্কিন কর্মকর্তারা।
কোস্টগার্ড জানিয়েছে, জীবিতদের খোঁজে ওই এলাকায় জাহাজ ও হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বাহামাসের বিমিনি থেকে যুক্তরাষ্ট্রের ফোর্ট পিয়ার্স শহর প্রায় ২৫১ কিলোমিটার উত্তরপশ্চিমে।
বাহামাসের রাজকীয় প্রতিরক্ষা বাহিনী ও কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, তারা শুক্রবার বিমিনি থেকে ৮ কিলোমিটার দূরে সাগরে উল্টে যাওয়া একটি নৌকার অন্তত ৩১ আরোহীকে উদ্ধার করেছে।
ওই ঘটনার পর মঙ্গলবারের উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দুটি ঘটনার মধ্যে কোনও সম্পর্ক আছে কিনা তা পরিষ্কার হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড টুইটারে জানিয়েছে, ‘সাগরে নিরাপত্তা নিশ্চিত করতে’ তাদের জাহাজগুলো নিয়মিতভাবে হাইতি, পুয়ের্তো রিকো ও বাহামাসের আশপাশের জলসীমায় টহল দেয়। লোকজনকে অনিরাপদ নৌকায় না উঠতে সতর্ক করেছে তারা।
-
ভারতে বছরে ২৩ লাখ মানুষের মৃত্যুর কারণ দূষণ
-
ইউক্রেইনে যুদ্ধাপরাধের প্রথম মামলায় রুশ সেনার দোষ স্বীকার
-
এ সপ্তাহেই ফিনল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হতে পারে
-
মুক্তি পেলেন রাজীব গান্ধী হত্যায় যুক্ত পেরারিভালান
-
ঋণখেলাপি হচ্ছে শ্রীলঙ্কা, জ্বালানি কেনার অর্থ নেই
-
আজভস্তাইলে আরও প্রায় ৭০০ যোদ্ধা আত্মসমর্পণ করেছে: রাশিয়া
-
ভারতের আসামে বন্যায় ঘরবাড়ি ছেড়েছে ৫ লাখ মানুষ, ৭ মত্যু
-
নেটোতে যুক্ত হতে আনুষ্ঠানিক আবেদন ফিনল্যান্ড-সুইডেনের
-
ভারতে বছরে ২৩ লাখ মানুষের মৃত্যুর কারণ দূষণ
-
এ সপ্তাহেই ফিনল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হতে পারে
-
ইউক্রেইনে যুদ্ধাপরাধের প্রথম মামলায় রুশ সেনার দোষ স্বীকার
-
মুক্তি পেলেন রাজীব গান্ধী হত্যায় যুক্ত পেরারিভালান
-
ঋণখেলাপি হচ্ছে শ্রীলঙ্কা, জ্বালানি কেনার অর্থ নেই
-
আজভস্তাইলে আরও প্রায় ৭০০ যোদ্ধা আত্মসমর্পণ করেছে: রাশিয়া
সর্বাধিক পঠিত
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- ‘খুঁজে পেতে কষ্ট’, সব মাদ্রাসায় সাইনবোর্ড ঝুলানোর নির্দেশ