পাকিস্তানের সুপ্রিম কোর্টে শপথ নিলেন প্রথম নারী বিচারক

পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো একজন নারী বিচারক হিসাবে শপথ নিলেন বিচারপতি আয়েশা মালিক।

>>রয়টার্স
Published : 24 Jan 2022, 03:50 PM
Updated : 24 Jan 2022, 03:50 PM

সোমবার তিনি শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্খিত বিতর্কের পর পাকিস্তানের যে কমিটি বিচারক নিয়োগ দেয় তারাই আয়েশাকে নিয়োগ দিয়েছেন।

আয়শার শপথ গ্রহণের অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গুলজার আহমাদের কাছে তিনি শপথ নেন।

এক টুইটে প্রধানমন্ত্রী ইমরান খান বিচারপতি আয়শাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক হওয়ায় বিচারপতি হওয়ায় আয়েশা মালিককে শুভেচ্ছা। তার জন্য দোয়া এবং শুভকামনা রইল।”

পাকিস্তানে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেয় যে নয় সদস্যের কমিটি তারা গত বছর বিচারপতি আয়েশার মনোনয়ন বাতিল করেছিলেন। এবার বিচারপতি আয়শা ৫-৪ ভোটে নির্বাচিত হন।

আইনজীবীদের কারো কারো অবশ্য এই নিয়োগ পছন্দ হয়নি। তাদের অভিযোগ, বিচারপতি আয়েশা দেশটির নিম্ন আদালতের সবচেয়ে জ্যেষ্ঠ তিন বিচারকের একজন নন। গত বছর তার মনোনয়ন বাতিল হয়েছিল।

তারা বস্তুনিষ্ঠ মানদণ্ডের ভিত্তিতে বিচারপতি নিয়োগের আহ্বান জানিয়েছেন।