মুসলমান বলে ‘পদচ্যুত’ হওয়ার অভিযোগ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রীর
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2022 05:17 PM BdST Updated: 23 Jan 2022 05:17 PM BdST
যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে ২০২০ সালে বাদ পড়া এমপি নুসরাত ঘানির দাবি, তাকে বাদ দেওয়ার পেছনে অন্যতম কারণের একটি তার ধর্ম।
সানডে টাইমসে এ সংক্রান্ত একটি খবর প্রকাশ পায় বলে রোববার জানায় বিবিসি।
সানডে টাইমসের খবর অনুযায়ী, মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনার সময় টরি এমপি নুসরাত যখন তাকে বাদ দেওয়ার কারণ জানতে চান তখন একজন সরকারি হুইপ তাকে বলেছিলেন, ‘‘মুসলমানদের নিয়ে ‘একটি সমস্যা তৈরি হয়েছে এবং একজন মুসলমান নারী হিসেবে তিনি তার সহকর্মীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন’।”
ওয়েলডেন আসনের এই এমপি আরো বলেন, তিনি তখন বিষয়টি নিয়ে কথা বলেননি কারণ তাকে বলা হয়েছিল যদি তিনি এটা নিয়ে ‘জেদ’ করেন এবং ‘বার বার জিজ্ঞাসা করতে থাকেন’ তবে তিনি দল থেকে ‘বহিষ্কার হতে পারেন এবং তার ক্যারিয়ার ও সম্মান ধ্বংস করা হতে পারে।”
নুসরাতের অভিযোগের তীর যে কনজারভেটিভ চিফ হুইপ মার্ক স্পেন্সারের দিকে তা তিনি নিজেই স্বীকার করেছেন।
এ বিষয়ে কনজারভেটিভ চিফ হুইপ মার্ক স্পেন্সার বলেন, এমপি নুসরাতের অভিযোগ আমার দিকেই ।
‘‘কিন্তু তার (নুসরাত) দাবি সম্পূর্ণ মিথ্যা এবং আমি মনে করি এটা মানহানিকরও বটে।”
শনিবার রাতে তিনি আরা বলেন, ‘‘নুসরাত যে অভিযোগ তুলেছেন আমি কখনোই তেমন কোনো শব্দ উচ্চারণ করিনি।”
শিক্ষামন্ত্রী নাদিম জাহাবি এ অভিযোগ নিয়ে পূর্ণ তদন্ত করার আহ্বান জানিয়েছেন।
টুইটারে তিনি বলেন, ‘‘কনজারভেটিভ পার্টিতে ইসলাম নিয়ে বিদ্বেষ বা অন্য কোনো কিছু নিয়ে বিদ্বেষের কোনো স্থান নেই।
‘‘যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে যথাযথ তদন্ত করতে হবে এবং বর্ণবিদ্বেষ কে সমূলে উৎপাটন করতে হবে।”
২০১৮ সালের জানুয়ারি মাসে নুসরাত ঘানিকে কনজারভেটিভ দলের অ্যাসিস্টেন্ট হুইপ এবং পরিবহন মন্ত্রণালয়ের একজন মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। নুসরাতই প্রথম কোনো মুসলমান নারী মন্ত্রী যিনি হাউজ অব কমন্সের ডেসপ্যাচ বক্স থেকে বক্তব্য রাখেন।
িন্তু ২০২০ সালের ফেব্রুয়ারিতে বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভার রদবদলের সময় বাদ পড়েন নুসরাত।
-
নেপালে ২২ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
-
সমুদ্রে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া
-
ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৩৫ মৃত্যু
-
ইসরায়েলি পতাকা মিছিলের আগে জেরুজালেমজুড়ে উদ্বেগ-উত্তেজনা
-
স্বর্ণ পাম জিতল ‘বিষাদের ত্রিভুজ’
-
ধীর-স্থিরভাবে এগিয়ে রুশ বাহিনী ‘লুহানস্ক দখলের পথে’
-
মারিউপোল থেকে জাহাজে ধাতবপণ্য যাবে রাশিয়া, কিইভ বলছে লুট
-
পুতিনকে জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি আলোচনার’ অনুরোধ
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
- সাভারে বিকল হয়েছিল যমুনা লাইনের বাসটি, ছুটছিল বেপরোয়া: যাত্রী
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’