ইউক্রেইনে এবার পৌঁছাল যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2022 11:53 PM BdST Updated: 22 Jan 2022 11:53 PM BdST
-
ছবি: কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে দেওয়া ছবি।
যুক্তরাষ্ট্রের দেওয়া ৯০ টন ‘অস্ত্র ও গোলাবারুদ’ ইউক্রেইনে পৌঁছেছে। ইউক্রেইনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনকে সামনে রেখে ‘সম্মুখসারির যোদ্ধাদের আত্মরক্ষায়’ ব্যবহারের জন্য এ সহায়তা দেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাজ্য ইউক্রেইনকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশটিতে ট্যাংক-বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেছে। গত ১৮ জানুয়ারি সেগুলো ইউক্রেইনে পৌঁছায়।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইনের নিরাপত্তা খাতে ২০ কোটি ডলার সহায়তা প্রদানের অনুমোদন দেন। অনুমোদনের পর এই অস্ত্র ও গোলাবারুদের চালানটিই ইউক্রেইনের জন্য যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক সহায়তা।
কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয়, অস্ত্র ও গোলাবারুদের এই চালানটি ইউক্রেনের আত্মরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির অংশ।
দূতাবাস থেকে ফেইসবুকে এক পোস্টে লেখা হয়, ‘‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দেশটির (ইউক্রেইন) সশস্ত্র বাহিনীকে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের এই ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।”
ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে।
এদিকে চলমান সংকট প্রশমনের চেষ্টায় শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জেনেভায় বৈঠক করেছেন।
বৈঠকের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে এসে ব্লিনকেন এটিকে ‘খোলামেলা’ আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন। তার ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের সহায়তা কিয়েভে পৌঁছায়।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। দেশটি ইউক্রেইনে নতুন করে আগ্রাসন চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে নেটো।
গত কয়েক মাসে ইউক্রেইন সীমানায় রাশিয়ার এক লাখেরও বেশি সেনা জড়ো হয়েছে। যা নিয়ে পূর্ব-পশ্চিমের উত্তেজনা বাড়ছে।
মস্কো অবশ্য বলছে, ইউক্রেইনে আগ্রাসন চালানোর কোন পরিকল্পনা তাদের নেই।
তবে পশ্চিমা দেশগুলোর কাছে বেশকিছু দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে ইউক্রেইনকে নেটো জোটে যোগ দিতে না দেওয়ার দাবিও রয়েছে।
এছাড়া, নেটো যাতে সামরিক মহড়া না চালায় এবং পূর্ব ইউরোপে অস্ত্র সরবরাহ না করে সেটিরও লিখিত নিরাপত্তা চেয়েছে পুতিন।
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ছড়াচ্ছে বিরল রোগ মাঙ্কিপক্স
-
টেলিভিশনে নারী উপস্থাপকদের মুখ ঢাকার নির্দেশ তালেবানের
-
শ্রীলঙ্কার গ্যাস, জ্বালানির ঘাটতি ‘কমার পথে’
-
মারিউপোলে আত্মসমর্পণ করা ইউক্রেইনী সেনাদের ভাগ্যে কী আছে?
-
কেন মারাত্মক বিদ্যুৎ সংকটে ভারত?
-
৩৪ বছর আগের মামলায় নভজোৎ সিধুর কারাদণ্ড
-
সংকটে জর্জরিত শ্রীলঙ্কার জনগণের আস্থা অর্জনে চোখ ভারতের
-
ইউক্রেইন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকটের কারণ হতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার