ইয়েমেনে বন্দিশিবিরে বিমান হামলায় নিহত ৭০, ইন্টারনেট বিভ্রাট
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2022 11:47 PM BdST Updated: 22 Jan 2022 12:19 AM BdST
-
ছবি: ইউটিউব ভিডিও
ইয়েমেনের একটি বন্দি শিবিরে বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ডক্টরস উইথআউট বর্ডারস (এমএসএফ)।
ওদিকে, হোদাইদা বন্দর নগরীতেও শুক্রবার সকালের দিকে একটি টেলিযোগাযোগ ভবনের ওপর আরেক বিমান হামলায় দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাট দেখা দেওয়ার খবর জানিয়েছে নেটব্লকস সংগঠন।
‘সেভ দ্য চিলড্রেন’ জানায়, এই বিমান হামলায় তিন শিশু নিহত হয়েছে। ভবনের কাছেই একটি ফুটবল মাঠে শিশুরা খেলার সময় বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় তারা মারা যায়।
ইয়েমেনের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের ওপর সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর অভিযান বাড়তে থাকার মধ্যে এ বিমান হামলা হল।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীকে দায়ী করেছে। সিএনএন এ ব্যাপারে মন্তব্যের জন্য কোয়ালিশনের সঙ্গে যোগাযোগ করেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুতিরা উৎখাত করার পর সেই সরকার আবার পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন কোয়ালিশন।
হুতিরা গত সোমবার আবুধাবিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করলে সংঘাত নতুন মাত্রা পায়, যার পরিপ্রেক্ষিতে ইয়েমেনে চলল এই বিমান হামলা।
হুতি পরিচালিত গণমাধ্যম আল-মাসিরা শুক্রবার উত্তরাঞ্চলের সাদা নগরীর বন্দিশিবিরে হামলার পর ধ্বংসস্তুপের নিচে মানুষ চাপা পড়ে থাকার ভিডিও দেখিয়েছে।
দুটো হাসপাতালে হতাহত অসংখ্য মানুষকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে জরুরি চিকিৎসা সরবরাহ পাঠানো হচ্ছে বলে জানিয়েছে রেডক্রস।
ইয়েমেনে ডক্টরস উইথআউট বর্ডারস (এমএসএফ) মিশনের প্রধান আহমাদ মহত বলেন, “সাদা নগরীতে সহকর্মীদের কাছ থেকে শুনেছি, বিমান হামলাস্থলে এখনও বহু লাশ পড়ে আছে। তাদের সংখ্যা কত তা জানা অসম্ভব। সেখানে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে বলেই মনে হচ্ছে।”
তিনি বলেন, সাদা নগরীতে এমএসএফ সহায়তা দিচ্ছে এমন একটি হাসপাতালে এত আহত মানুষ ভর্তি হয়েছে যে সেখানে আর স্থান সংকুলান করা যাচ্ছে না। নগরীর আরও দুটো হাসপাতালেও বহু আহত মানুষ ভর্তি হচ্ছে।
ইন্টারনেট বিভ্রাটের কারণে ত্রাণ সরবরাহ ব্যাহত হওয়ার কথা জানিয়েছে নরওয়ে শরণার্থী কাউন্সিল। ওদিকে, ত্রাণকর্মীরা সিএনএন কে বলেছেন, ইন্টারনেট বিভ্রাটের কারণে ত্রাণ সংগঠনগুলো বিমান হামলার ব্যাপারে বিস্তারিত জানতে হিমশিম খাচ্ছে।
-
ভারতে জ্বালানির উপর কর কমলো
-
অস্ট্রেলিয়ায় লেবার পার্টির জয়
-
ইউক্রেইনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
-
শ্রীলঙ্কা: পেট্রল, গ্যাসের লাইনে হাজারও মানুষ
-
ফিনল্যান্ডেও গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
-
একমাত্র কূটনীতিই পারে যুদ্ধ থামাতে: জেলেনস্কি
-
ইউক্রেইনে পশ্চিমা অস্ত্রের চালান ধ্বংসের দাবি রাশিয়ার
-
অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!