শিশু-কিশোরদের বুস্টার ডোজের প্রয়োজনীয়তার পক্ষে তথ্যপ্রমাণ নেই: ডব্লিউএইচও
Published: 19 Jan 2022 11:16 PM BdST Updated: 19 Jan 2022 11:16 PM BdST
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে বিশ্বজুড়ে এরই মধ্যে বিভিন্ন দেশে প্রাপ্তবয়স্কদের দুই ডোজ কোভিড টিকা দেওয়ার পর বুস্টার ডোজও দেওয়া শুরু হয়েছে। কিছু দেশ আবার শিশুদেরও বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখনও কোনও সিদ্ধান্ত দেয়নি।
বরং স্বাস্থ্যবান শিশু ও কিশোদের করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজনীয়তার পক্ষে কোনও তথ্যপ্রমাণ নেই বলেই মঙ্গলবার মন্তব্য করেছেন ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন।
এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “টিকা দেওয়ার পর সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বিস্তার ঘটতে থাকা ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে এর কার্যকারিতা যেহেতু কিছুটা কমে আসে বলে প্রতীয়মান হয়েছে; তাই কাদের বুস্টার ডোজ নেওয়া প্রয়োজন তা নির্ধারণ করতে আরও গবেষণা করা প্রয়োজন।”
“ঠিক এ মুহূর্তে এমন কোনও তথ্যপ্রমাণ নেই, যার ভিত্তিতে বলা যায় যে, স্বাস্থ্যবান শিশু-কিশোরদের বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন আছে। কোনও তথ্যপ্রমাণ আদৌ নেই,” বলেন তিনি।
ইসরায়েল ইতোমধ্যে ১২ বছর বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু করেছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনও ১২ থেকে ১৫ বছরের কিশোরদের ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকার তৃতীয় ডোজ দেওয়ার বৈধতা দিয়েছে।
গত সপ্তাহে জার্মানি সর্বশেষ দেশ হিসেবে ১২ থেকে ১৭ বছরের সবাইকে কোভিড-১৯-এর বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করে। একই পথ অনুসরণ করেছে হাঙ্গেরি।
স্বামীনাথান বলেন, সংস্থার শীর্ষ কর্মকর্তারা, কীভাবে দেশগুলোর বুস্টার ডোজ নীতি অনুসরণ করা উচিত তা নিয়ে এ সপ্তাহের শেষদিকে বিস্তারিত আলোচনা তুলে ধরবেন।
তিনি বলেন, “দুর্বল প্রতিরোধ ক্ষমতা সম্পন্নদের রক্ষা করা আমাদের উদেশ্য; মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দিকেও নজর রাখা হচ্ছে।”
আমাদের বয়স্ক জনগোষ্ঠী এবং সরাসরি স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত কর্মীরাও এর অন্তর্ভুক্ত, বলেন তিনি।
-
প্রথমবার ঋণ খেলাপির খাতায় নাম লেখাল শ্রীলঙ্কা
-
শ্রীলঙ্কার মন্ত্রিসভায় নিয়োগ পেলেন নতুন ৯ সদস্য
-
রাশিয়ার হামলায় দনবাস ‘নরকে’ পরিণত হয়েছে: জেলেনস্কি
-
ইউক্রেইনকে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিতে চায় হোয়াইট হাউস
-
জর্ডান: প্রিন্স হামজার যোগাযোগ, গতিবিধি সীমিত করছেন বাদশা
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ছড়াচ্ছে বিরল রোগ মাঙ্কিপক্স
-
টেলিভিশনে নারী উপস্থাপকদের মুখ ঢাকার নির্দেশ তালেবানের
-
শ্রীলঙ্কার গ্যাস, জ্বালানির ঘাটতি ‘কমার পথে’
-
জর্ডান: প্রিন্স হামজার যোগাযোগ, গতিবিধি সীমিত করছেন বাদশা
-
শ্রীলঙ্কার মন্ত্রিসভায় নিয়োগ পেলেন নতুন ৯ সদস্য
-
ইউক্রেইনকে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিতে চায় হোয়াইট হাউস
-
প্রথমবার ঋণ খেলাপির খাতায় নাম লেখাল শ্রীলঙ্কা
-
রাশিয়ার হামলায় দনবাস ‘নরকে’ পরিণত হয়েছে: জেলেনস্কি
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ছড়াচ্ছে বিরল রোগ মাঙ্কিপক্স
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’