স্পেনের বৃদ্ধনিবাসে আগুনে ৫ জনের মৃত্যু

স্পেনের তৃতীয় বৃহত্তম শহর ভ্যালেন্সিয়ায় একটি বৃদ্ধনিবাসে লাগা আগুনে পাঁচ বাসিন্দার মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2022, 10:07 AM
Updated : 19 Jan 2022, 10:07 AM

বুধবার স্থানীয় সময় ভোররাতে নগরীর মনকাদা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে দেশটির জরুরি বিভাগ জানিয়েছে।

টুইটারে স্পেনের দমকল বিভাগ জানিয়েছে, প্রায় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত হওয়ার পর নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টার মতো লেগে যায়। 

প্রায় ৭০ জন বাসিন্দাকে বৃদ্ধনিবাসটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃদ্ধনিবাসটিতে ১০০ জনের থাকার ব্যবস্থা আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জরুরি বিভাগ জানিয়েছে, ধোঁয়ায় শ্বাস নিয়ে অসুস্থ হয়ে পড়া ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকল বিভাগ ও পুলিশ আগুন লাগার কারণ তদন্ত করে দেখছে।

টাউন কাউন্সিলর ও দমকল কর্মী মার্তিন পেরেজ আরান্দা জানান, অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে সম্পর্কিত বিদ্যুতিক গোলযোগ থেকে অথবা ধূমপানরত এক বাসিন্দার অসতর্কতা থেকে আগুনের সূত্রপাত হয়।