কোভিড টিকার চতুর্থ ডোজও ওমিক্রন প্রতিরোধে যথেষ্ট নয়: গবেষণা
>> রয়টার্স
Published: 18 Jan 2022 08:09 PM BdST Updated: 18 Jan 2022 08:09 PM BdST
টিকার তৃতীয় ডোজের তুলনায় চতুর্থ ডোজ মানবদেহে আরো উচ্চমাত্রায় অ্যান্টিবডি তৈরি করলেও তা করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ধরণ ওমিক্রন প্রতিরোধে সক্ষম নয় বলে সম্প্রতি ইসরায়েলের এক প্রাথমিক গবেষণায় দেখা গেছে।
ইসরায়েলের শেবা মেডিকেল সেন্টার তাদের কর্মীদের পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় বুস্টার ডোজ দিয়েছে।
হাসপাতালটি তাদের ১৫৪ জন কর্মীকে ফাইজারের চতুর্থ ডোজ দিয়ে দুই সপ্তাহ পর এবং ১২০ জনের একটি দলকে মডার্নার চতুর্থ ডোজ দিয়ে এক সপ্তাহ পর তাদের শরীরে কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে তা গবেষণা করে দেখছে। হাসপাতালটির সংক্রামক ব্যাধি ইউনিটের পরিচালক গিলি রেগেভ-ইয়োচাই একথা জানিয়েছেন।
দ্বিতীয় বুস্টার ডোজ বা টিকার চতুর্থ ডোজ দেওয়া হয়নি এমন একটি দলের সঙ্গে তাদের অ্যান্টিবডি তুলনা করে দেখা হয়েছে। যাদেরকে মডার্নার দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হয়েছে তারা আগে ফাইজারের তিনটি ডোজ নিয়েছিলেন।
রেগেভ-ইয়োচাই সাংবাদকিদের বলেন, ‘‘দ্বিতীয় বুস্টার ডোজের কারণে মানবদেহে অ্যান্টিবডির পরিমাণ বেড়েছে। সেটা আমরা তৃতীয় ডোজের পর যতটা দেখতে পেয়েছি তার থেকেও কিছুটা বেশি।
“কিন্তু তারপরও হয়ত এটা ওমিক্রন সংক্রমণ ঠেকাতে যথেষ্ট নয়। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তাদের ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বা এটার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে যে পর্যায়ের অ্যান্টিবডি থাকতে হবে সেটা টিকায় পাওয়া অ্যান্টিবডির চেয়ে বেশি হতে হবে, এমনকী সেটা যত ভাল টিকাই হোক না কেন।”
শেবা মেডিকেল সেন্টার কর্তৃপক্ষের দাবি, বিশ্বে তারাই প্রথম এ ধরনের গবেষণা করেছে। যদিও গবেষণা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত ওই গবেষণা প্রতিবেদন কোথাও প্রকাশ করা হয়নি।
বিশ্বের মধ্যে ইসরায়েল সব থেকে দ্রুতগতিতে নাগরিকদের কোভিড-১৯ এর টিকা দিতে সক্ষম হয়েছে। গত মাস থেকে দেশটি তাদের সব থেকে ঝুঁকিপূর্ণ নাগরিকদের টিকার চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ দিতে শুরু করেছে।
-
নেপালে ২২ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
-
সমুদ্রে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া
-
ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৩৫ মৃত্যু
-
ইসরায়েলি পতাকা মিছিলের আগে জেরুজালেমজুড়ে উদ্বেগ-উত্তেজনা
-
স্বর্ণ পাম জিতল ‘বিষাদের ত্রিভুজ’
-
ধীর-স্থিরভাবে এগিয়ে রুশ বাহিনী ‘লুহানস্ক দখলের পথে’
-
মারিউপোল থেকে জাহাজে ধাতবপণ্য যাবে রাশিয়া, কিইভ বলছে লুট
-
পুতিনকে জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি আলোচনার’ অনুরোধ
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?