আফগানিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত ২২
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2022 09:56 AM BdST Updated: 18 Jan 2022 09:56 AM BdST
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ২২ জন নিহত ও কয়েকশত ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার স্থানীয় সময় বিকালে তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী বাডঘিস প্রদেশে হওয়া ভূমিকম্পটি ৫ দশমিক ৬ মাত্রার ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, ইটের তৈরি বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বাডঘিসের প্রাদেশিক প্রশাসনের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রাথমিক প্রতিবেদনগুলোতে নারী ও শিশুসহ ২২ জন নিহত ও চার জন আহত হয়েছেন বলে দেখা গেছে।”
ওই এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “মুজাহিদরা (তালেবান যোদ্ধা) ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় পৌঁছেছে, কিন্তু বাডঘিস পার্বত্য প্রদেশ হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অভিযান কেন্দ্রের প্রধান মোল্লা জানান সায়েক মৃতের সংখ্যাটি নিশ্চিত করেছেন এবং সাতশরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন।
বাডঘিসের রাজধানীর প্রধান সরকারি হাসপাতালের নার্সিং ইউনিটের প্রধান সানুল্লাহ সাবিত জানিয়েছেন, ভূমিকম্পে আহত পাঁচ জনকে তাদের এখানে আনা হয়েছে, তাদের অধিকাংশেরই হাড় ভেঙে গেছে বা হাড়ে চিড় ধরেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে।
-
নেপালে ২২ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
-
সমুদ্রে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া
-
ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৩৫ মৃত্যু
-
ইসরায়েলি পতাকা মিছিলের আগে জেরুজালেমজুড়ে উদ্বেগ-উত্তেজনা
-
স্বর্ণ পাম জিতল ‘বিষাদের ত্রিভুজ’
-
ধীর-স্থিরভাবে এগিয়ে রুশ বাহিনী ‘লুহানস্ক দখলের পথে’
-
মারিউপোল থেকে জাহাজে ধাতবপণ্য যাবে রাশিয়া, কিইভ বলছে লুট
-
পুতিনকে জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি আলোচনার’ অনুরোধ
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস