কোভিডে ৩ সপ্তাহ বয়সী শিশুর মৃত্যু হয়েছে, জানাল কাতার
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2022 04:39 PM BdST Updated: 17 Jan 2022 04:39 PM BdST
-
প্রতিনিধিত্বশীল ছবি: রয়টার্স
কাতারে কোভিড-১৯ এ তিন সপ্তাহ বয়সী একটি শিশু মারা গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
শিশুটির জানা আর কোনো রোগ বা বংশগত কোনো সমস্যা ছিল না বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে তারা।
করোনাভাইরাস মহামারী চলাকালে এই নিয়ে দেশটিতে কোভিডে দ্বিতীয় আরেকটি শিশুর মৃত্যু হল।
বিবৃতিতে তারা বলেছে, “যে কোনো বয়সী মানুষই যে কোভিড-১৯ এ আক্রান্ত হতে হতে পারে এটি তা কঠিনভাবে মনে করিয়ে দিল।”
কাতারে মহামারীর চলতি ঢেউয়ে আরও বেশি সংখ্যক শিশু আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে তারা।
“এটি এই কারণে নয় যে ওমিক্রন আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় শিশুদের জন্য বেশি মারাত্মক, এই কারণে যে ওমিক্রন আরও বেশি সংক্রামক এবং বেশি সংখ্যক লোককে আক্রান্ত করছে।”
ইউনিসেফের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী যে ৩৫ লাখ লোকের মৃত্যু হয়েছে তার মধ্যে মাত্র ০.৪ শতাংশের বয়স ২০ বছরের কম। এদের মধ্যে অর্ধেকের বেশি শিশুর বয়স ৯ বছর বা তারও কম।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, জানুয়ারিরর প্রথমার্ধ পর্যন্ত দেশটিতে ৪ বা তারও কম বয়সী ২৫৯টি শিশুর মৃত্যু কোভিডের সঙ্গে সম্পর্কিত ছিল।
কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্টে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এতে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা বাড়ছে। করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টটি অত্যন্ত সংক্রামক এবং টিকার প্রতিরোধ ফাঁকি দিতে সক্ষম।
ওমিক্রন বেশি বয়সী শিশুদের মতো অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে অতোট মৃদু নয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা এমন সম্ভাবনা বিবেচনা করে দেখছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
-
ভারতে জ্বালানির উপর কর কমলো
-
অস্ট্রেলিয়ায় লেবার পার্টির জয়
-
ইউক্রেইনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
-
শ্রীলঙ্কা: পেট্রল, গ্যাসের লাইনে হাজারও মানুষ
-
ফিনল্যান্ডেও গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
-
একমাত্র কূটনীতিই পারে যুদ্ধ থামাতে: জেলেনস্কি
-
ইউক্রেইনে পশ্চিমা অস্ত্রের চালান ধ্বংসের দাবি রাশিয়ার
-
অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!