কোভিডে ৩ সপ্তাহ বয়সী শিশুর মৃত্যু হয়েছে, জানাল কাতার

কাতারে কোভিড-১৯ এ তিন সপ্তাহ বয়সী একটি শিশু মারা গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2022, 10:39 AM
Updated : 17 Jan 2022, 10:39 AM

শিশুটির জানা আর কোনো রোগ বা বংশগত কোনো সমস্যা ছিল না বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে তারা।

করোনাভাইরাস মহামারী চলাকালে এই নিয়ে দেশটিতে কোভিডে দ্বিতীয় আরেকটি শিশুর মৃত্যু হল।

বিবৃতিতে তারা বলেছে, “যে কোনো বয়সী মানুষই যে কোভিড-১৯ এ আক্রান্ত হতে হতে পারে এটি তা কঠিনভাবে মনে করিয়ে দিল।”

কাতারে মহামারীর চলতি ঢেউয়ে আরও বেশি সংখ্যক শিশু আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে তারা।

“এটি এই কারণে নয় যে ওমিক্রন আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় শিশুদের জন্য বেশি মারাত্মক, এই কারণে যে ওমিক্রন আরও বেশি সংক্রামক এবং বেশি সংখ্যক লোককে আক্রান্ত করছে।”

ইউনিসেফের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী যে ৩৫ লাখ লোকের মৃত্যু হয়েছে তার মধ্যে মাত্র ০.৪ শতাংশের বয়স ২০ বছরের কম। এদের মধ্যে অর্ধেকের বেশি শিশুর বয়স ৯ বছর বা তারও কম। 

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, জানুয়ারিরর প্রথমার্ধ পর্যন্ত দেশটিতে ৪ বা তারও কম বয়সী ২৫৯টি শিশুর মৃত্যু কোভিডের সঙ্গে সম্পর্কিত ছিল।

কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্টে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এতে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা বাড়ছে। করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টটি অত্যন্ত সংক্রামক এবং টিকার প্রতিরোধ ফাঁকি দিতে সক্ষম।

ওমিক্রন বেশি বয়সী শিশুদের মতো অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে অতোট মৃদু নয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা এমন সম্ভাবনা বিবেচনা করে দেখছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।