কাজাখস্তানে সহিংস সরকার-বিরোধী বিক্ষোভে নিহত ১৬৪
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2022 11:49 PM BdST Updated: 09 Jan 2022 11:49 PM BdST
কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় এখন পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছে। বিক্ষোভ শুরুর পর কয়েকদিনে আটক হয়েছে প্রায় ৬ হাজার জন।
Related Stories
রোববার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম এবং দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। বৃহত্তম শহর আলমাতিতেই ১০৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তাছাড়া, আটককৃতদের মধ্যে ‘উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি নাগরিক’ রয়েছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
নিরাপত্তা বাহিনী বলছে, আলমাতিতে তারা শৃঙ্খলা ফেরাতে দাঙ্গাকারীদের হত্যা করেছে এবং বিক্ষোভকারীরা নগরীর একটি পুলিশ স্টেশন দখলেরও চেষ্টা চালিয়েছিল।
ওদিকে, কাজাখস্তানের প্রেসিডেন্ট তোকায়েভ বলছেন, ২০ হাজার দস্যু আলমাতিতে হামলা করেছিল এবং তিনি নিরাপত্তা বাহিনীকে কোনও সতর্কীকরণ ছাড়াই তাদের ওপর গুলি ছোড়ার নির্দেশ দিয়েছিলেন।
বিবিসি জানায়, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাজাখস্তানে ২ জানুয়ারী থেকে শুরু হওয়া বিক্ষোভে পরে রাজনৈতিক নানা অসন্তোষ যোগ হয়ে তা বড় ধরনের দাঙ্গায় রূপ নিয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।
‘দস্যু-সন্ত্রাসীরাই’ এই বিক্ষোভ-সংঘর্ষ,অস্থিরতার হোতা বলে অভিযোগ প্রেসিডেন্টের। কাজাখ স্বরাষ্ট্রমন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, চলমান অস্থিরতায় ২৬ জন ‘সশস্ত্র অপরাধী’ এবং নিরাপত্তা বাহিনীর ১৮ জন সদস্য নিহত হয়েছে।
দেশকে স্থিতিশীল করতে প্রেসিডেন্ট সিএসটিও-র সহায়তা চেয়েছিলেন।সামরিক জোট সিএসটিও-তে রাশিয়া এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ৫টি দেশ আছে। রাশিয়ার নেতৃত্বাধীন কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) প্রায় ২,৫০০ সেনা গত সপ্তাহে কাজাখস্তানে পৌঁছেছেও।
প্রেসিডেন্টের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। সেনারা শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে এবং কৌশলগত স্থাপনাগুলো পাহারায় রেখেছে। দেশজুড়ে জরুরি অবস্থা এবং রাত্রিকালীন কারফিউও জারি আছে।
-
অস্ট্রেলিয়ায় বন্যার অবনতি, সিডনি থেকে সরছে আরও কয়েক হাজার
-
শিকাগোতে কুচকাওয়াজে গুলি, সন্দেহভাজন আটক
-
পাকিস্তানের কোয়েটায় বাড়ি ধসে ও পানিতে ডুবে ৬ মৃত্যু
-
উত্তর কোরিয়ার ‘ছাড়া বাঁধের পানির’কারণে বিপত্তি দক্ষিণে
-
লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
-
বিশ্বের সবচেয়ে বড় জলপদ্মের সন্ধান
-
যুক্তরাষ্ট্রে শিকাগোর কাছে কুচকাওয়াজে গুলি, নিহত ৬
-
লিবিয়ার তারহুনায় ১০০ গণকবর থাকতে পারে: জাতিসংঘ
-
উত্তর কোরিয়ার ‘ছাড়া বাঁধের পানির’কারণে বিপত্তি দক্ষিণে
-
পাকিস্তানের কোয়েটায় বাড়ি ধসে ও পানিতে ডুবে ৬ মৃত্যু
-
অস্ট্রেলিয়ায় বন্যার অবনতি, সিডনি থেকে সরছে আরও কয়েক হাজার
-
শিকাগোতে কুচকাওয়াজে গুলি, সন্দেহভাজন আটক
-
লিবিয়ার তারহুনায় ১০০ গণকবর থাকতে পারে: জাতিসংঘ
-
যুক্তরাষ্ট্রে শিকাগোর কাছে কুচকাওয়াজে গুলি, নিহত ৬
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর