-
নাইরোবির একটি গির্জায় কোভিড মহামারীর মধ্যেই মোমবাতি হাতে বড়দিন পালনে জড় হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, নাইরোবি, কেনিয়া, ২৫ ডিসেম্বর, ২০২১, রয়টার্স।
-
সান্তা ক্লজের পোশাক পরে বড়দিন উদযাপন করছেন এক মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে টর্নেডোয় তছনছ হয়ে যাওয়া এলাকা তাকিয়ে তাকিয়ে দেখছেন তিনি, কেন্টাকি, যুক্তরাষ্ট্র, ডিসেম্বর ২৪, ২০২১, রয়টার্স।
-
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বেথলেহেমের একটি গির্জায় মধ্যরাতে বড়দিনের প্রার্থনাসভা চলছে, বেথেলহাম, ডিসেম্বর ২৫, ২০২১, রয়টার্স।
-
বড়দিন উদযাপনের আগে দিয়ে আলোকোজ্জ্বল একটি বাড়িতে সান্তা ক্লজের পোশাক পরা একটি কুকুর, মুম্বাই, ভারত, ২৩ ডিসেম্বর, ২০২১, রয়টার্স।
-
দুবাইয়ে ‘অফিসিয়াল এক্সপো ২০২০- ক্রিসমাস ট্রি লাইটনিং’ অনুষ্ঠানে অনেকেই একসঙ্গে জড়ো হয়, সংযুক্ত আরব আমিরাত, ২০২১, রয়টার্স।
-
মাসব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক ফোকলোর উৎসব এবং বড়দিন উদযাপনে সান্তা ক্লজের পোশাকে অংশগ্রহণকারীদের মিছিল; কোচি, ভারত, ২৩ ডিসেম্বর ২০২১, রয়টার্স।
-
বড়দিন উদযাপন করতে পানির নিচের এক পারফরমেন্সের সময় মাছের ট্যাংকে সাঁতার কাটছেন সান্তা ক্লজের পোশাক পরা একজন ডুবুরি, টোকিও, জাপান, রয়টার্স।
-
শিশুরা নতুন বছর এবং বড়দিন উদযাপন উপলক্ষে রাশিয়ার সুসজ্জিত ‘প্যালেস স্কয়ারে’ একটি ক্রিসমাস ট্রির কাছে গোল নৃত্য পরিবেশন করছে, সেন্ট পিটার্সবার্গ, ২৩ ডিসেম্বর, ২০২১, রয়টার্স।
-
ক্রিসমাস লাইট এবং সান্তা ক্লজ ডিসপ্লেতে সাজানো একটি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী ও শিশু, ম্যানিলা, ফিলিপিন্স, ২২ ডিসেম্বর, ২০২১, রয়টার্স।
-
বাস্তুচ্যুত মানুষদের একটি শিবিরে শিশুদের উপহার বিতরণ করছেন সান্তা ক্লজের পোশাক পরা এক ইরাকি নারী, এরবিল, ইরাক, ২৩ ডিসেম্বর, ২০২১, রয়টার্স
টানা দ্বিতীয় বছরের মত চলমান কোভিড-১৯ মহামারীর মধ্যেই বিশ্ব মাতল আরেকটি বড়দিন উদযাপনে। খ্রিস্টান ধর্মালম্বীদের এ উৎসব মূলত ২৫ ডিসেম্বরে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালিত হয়। এবছর মহামারীর কারণে গির্জার পরিষেবা এবং অন্যান্য অনুষ্ঠানে লোক সমাগম কম হলেও বিশ্বজুড়ে দিনটি উদযাপনের চমৎকার কিছু ছবি পাওয়া গেছে।