অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী কোভিডে আক্রান্ত

সরকারি এক সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েসের দেহে কোভিড ধরা পড়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2021, 08:00 AM
Updated : 9 Dec 2021, 08:00 AM

সেখানে যাওয়ার আগে তিনি যুক্তরাজ্য সফরে ছিলেন, সেখানেই ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন বলে ধারণা জয়েসের।

যুক্তরাষ্ট্রে আইসোলেশনে থাকা এই উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, তার মৃদু ঠাণ্ডা-জাতীয় উপসর্গ আছে।

বিবিসি জানিয়েছে, বুধবার ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জয়েস লন্ডনে ছিলেন, সেখানে ডমিনিক রাব ও গ্র্যান্ট শ্যাপসসহ যুক্তরাজ্যের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। 

জয়েস ছাড়া যুক্তরাষ্ট্রে যাওয়া অস্ট্রেলীয় প্রতিনিধি দলের আরও কারও কোভিড শনাক্তকরণ পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসেনি।

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাজ্য ছাড়ার আগে করা পরীক্ষায় কোভিড ধরা পড়েনি তার, কিন্তু যুক্তরাষ্ট্রে নামার পর তিনি কিছুটা ক্লান্তি ও পায়ে ব্যথা অনুভব করেন।

এখন অন্তত ১০ দিন তাকে আইসোলেশনে থাকতে হবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকগুলোও বাতিল করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে জয়েস বলেছেন, লন্ডনে বড়দিনের কেনাকাটার সময় তিনি সেখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছেন।

জয়েস এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তাদের মধ্যে কোভিড আক্রান্ত সবচেয়ে উঁচু পদধারী ব্যক্তি। গত বছর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছিল।