অনাস্থা ভোটে টিকে গেলেন সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী

সলোমন দ্বীপপুঞ্জে বিক্ষোভ-সহিংসতায় সরকার পতনের হুমকি সৃষ্টি হওয়ার পরও পার্লামেন্টে অনাস্থার ভোটে উৎরে গেছেন প্রধানমন্ত্রী মানাসে সোগাভেরে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 02:49 PM
Updated : 6 Dec 2021, 02:49 PM

সোমবার আইনপ্রণেতারা তাকে ক্ষমতায় রাখার পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বিরোধী নেতা ম্যাথু ওয়েলের আনা অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেন ৩২ এমপি। আর পক্ষে পড়ে ১৫ ভোট। দুইজন ভোটদানে বিরত ছিলেন।

প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রটিতে গত মাসে টানা তিন দিন ধরে দাঙ্গার পর পার্লামেন্টে এই ভোট হল।

২০১৯ সালে তাইওয়ান থেকে সরে গিয়ে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন নিয়ে সোগাভেরের সিদ্ধান্তের জেরে সলোমন দ্বীপের রাজধানীতে শুরু হয়েছিল ওই দাঙ্গা।

সোমবার পার্লামেন্ট অধিবেশনে বিরোধী নেতা ওয়েল অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী সোগাভেরে চীনের কাছ থেকে অর্থ নিয়ে নিজের রাজনৈতিক অবস্থান পাকাপোক্ত করতে চাইছেন। “প্রধানমন্ত্রী বিদেশি শক্তির সেবা করছেন” বলেও অভিযোগ করেন তিনি।

তবে প্রধানমন্ত্রী মানাসে সোগাভেরের দাবি, তিনি অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশ হিসেবে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন।

পার্লামেন্টে দু’ঘণ্টার বক্তব্যে সোগাভারে বলেন, অবৈধ অভ্যুত্থান প্রচেষ্টা চালিয়ে ক্ষমতাচ্যুত করতে তাকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল।