বেলজিয়ামে চিড়িখানার দুই জলহস্তি কোভিডে আক্রান্ত
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2021 11:17 PM BdST Updated: 05 Dec 2021 12:19 AM BdST
-
সিয়েরা লিওনের একটি নদীতে দু’টি জলহস্তি। ছবি: রয়টার্স
বেলজিয়ামের এন্টওয়ার্প চিড়িয়াখানার দু’টি জলহস্তির কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন চিড়িয়াখানাটির কর্মীরা।
জলহস্তির ক্ষেত্রে করোনাভাইরাস শনাক্ত হওয়ার এটি প্রথম ঘটনা হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
চিড়িয়াখানাটি জানিয়েছে, ১৪ বছর বয়সী জলহস্তি ইমানি এবং ৪১ বছর বয়সী হেরমাইনের নাক দিয়ে সর্দি ঝরা ছাড়া আর কোনো লক্ষণ নেই, তারপরও পূর্ব সতর্কতা হিসেবে এই যুগলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চিড়িয়াখানার পশুচিকিৎসক ফঁসিস ভ্যাকাম্যান বলেন, “আমার জানামতে এই প্রজাতির ক্ষেত্রে এটিই প্রথম ঘটনা। বিশ্বব্যাপী এই ভাইরাসটি প্রধানত গরিলা, ওরাংওটাং, শিম্পাজি এবং বিড়ালজাতীয় প্রাণীদের মধ্যে শনাক্ত হয়েছিল।”
করোনাভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে বাহিত হয়ে এসেছে বলে ধারণা করা হয় আর এ ভাইরাসটি মানুষের কাছ থেকে প্রাণীতে ছড়ানোর বিষয়টি প্রমাণিত।
মালিকদের সংস্পর্শে এসে পোষা বিড়াল, কুকুর ও বেজি আক্রান্ত হয়েছে আর চিড়িয়াখানায় বাঘ, সিংহ, চিতাবাঘ, উদবিড়াল, বানরজাতীয় প্রাণী ও হায়েনাদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
কোভিড-১৯ রোগটি মিঙ্কের খামারেও ছড়িয়েছে এবং হরিণের মতো বন্যপ্রাণীর দেহেও শনাক্ত হয়েছে।
জলহস্তি দুটি কীভাবে আক্রান্ত হল তা তদন্ত করে দেখছে এন্টওয়ার্প চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সম্প্রতি চিড়িয়াখানাটির কোনো কর্মীর মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ দেখা যায়নি এবং পরীক্ষায় তাদের কারও কোভিড পজিটিভও আসেনি বলে চিড়িয়াখানাটি জানিয়েছে।
-
ইমরানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, ১৭শ গ্রেপ্তার
-
নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
-
সোমালিয়ায় ক্ষুধার ‘কামড়ে’ মরছে শিশুরা
-
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড
-
‘গান লবির বিরুদ্ধে দাঁড়াতে’ নাগরিকদের প্রতি আহ্বান বাইডেনের
-
‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
-
মেক্সিকোতে হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ১১
-
অর্থ মন্ত্রণালয়ের ভার নিজেই নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
-
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড
-
ইমরানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, ১৭শ গ্রেপ্তার
-
সোমালিয়ায় ক্ষুধার ‘কামড়ে’ মরছে শিশুরা
-
নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
-
‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
-
‘গান লবির বিরুদ্ধে দাঁড়াতে’ নাগরিকদের প্রতি আহ্বান বাইডেনের
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত