কোভিড-১৯: দক্ষিণ কোরিয়ায় রেকর্ড শনাক্ত, মৃত্যু
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2021 08:12 PM BdST Updated: 04 Dec 2021 08:18 PM BdST
-
সিউলে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ পরীক্ষারত বাবার অপেক্ষায় একটি শিশু। ছবি: রয়টার্স
দক্ষিণ কোরিয়ায় একদিনে সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে এবং মোট ৯ জন ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।
শনিবার কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, রেকর্ড ৫ হাজার ৩৫২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং ৭০ জনের মৃত্যু হয়েছে।
গুরুতর কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে আর শুক্রবার সঙ্কটজনক রোগীর সংখ্যা ৭৫২ জন ছিল বলে কেডিসিএ জানিয়েছে।
আরও ৩ ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্তের কথা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে নাইজেরিয়া থেকে আসা এক দম্পতির স্বাস্থ্য পরীক্ষায় ওমিক্রন ধরা পড়ে, তাদের টিকার সবগুলো ডোজ নেওয়া ছিল। সব মিলিয়ে দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার দেশটির সরকার ঘোষণা করেছে, রেস্তরাঁ, সিনেমা ও জনসমাগমের স্থানগুলোতে গমনকারীদের ভ্যাকসিন পাস দেখাতে হবে। বৃহত্তর সিউল এলাকায় ব্যক্তিগত জমায়েতগুলোতে এখন ১০ জন উপস্থিত থাকার অনুমতি থাকলেও তা কমিয়ে ৬ জন করা হয়েছে আর রাজধানীর বাইরের বাসিন্দাদের ক্ষেত্রে ১২ থেকে কমিয়ে ৮ জন করা হয়েছে। সোমবার থেকে এ নিয়ম কার্যকর হবে।
নতুন ভ্যারিয়েন্টটি আটকাতে কর্তৃপক্ষ শুক্রবার আরও কিছু নিয়ম জারি করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে দেশটিতে যাওয়া সব ভ্রমণকারীকে বাধ্যতামূলকভাবে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এর আগে পূর্ণ টিকা নেওয়াদের ক্ষেত্রে এ বিষয়ে ছাড় দেওয়া হলেও এবার তা স্থগিত করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া জুলাই থেকে শুরু হওয়া সবচেয়ে বাজে সংক্রমণ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে। ওই সময় দৈনিক শনাক্ত রোগী ২ হাজারের নিচে ছিল। কিন্তু চলতি সপ্তাহে প্রথমবারের মতো রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যায়।
দেশটির পূর্ণবয়স্ক জনসংখ্যার ৯১ দশমিক ৭ শতাংশকে টিকার সবগুলো ডোজ দেওয়া হয়েছে।
মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ৪ লাখ ৬৭ হাজার ৯০৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৩৮০৯ জনের।
-
মারিউপোল থেকে জাহাজে ধাতবপণ্য যাবে রাশিয়া, কিইভ বলছে লুট
-
পুতিনকে জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি আলোচনার’ অনুরোধ
-
নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু
-
ইউক্রেইনের আগে নিজেদের স্কুল নিরাপদ করুন: ট্রাম্প
-
ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে দেশত্যাগে বাধা
-
বার্থডে পার্টি লক্ষ্য করে গুলির সময় বন্দুকধারী মরলেন নারী পথচারীর গুলিতে
-
ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
-
সামরিক অভিযানের জন্য `বিপুল অর্থসম্পদ লাগছে রাশিয়ার’
-
নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু
-
মারিউপোল থেকে জাহাজে ধাতবপণ্য যাবে রাশিয়া, কিইভ বলছে লুট
-
পুতিনকে জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি আলোচনার’ অনুরোধ
-
ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে দেশত্যাগে বাধা
-
ইউক্রেইনের আগে নিজেদের স্কুল নিরাপদ করুন: ট্রাম্প
-
বার্থডে পার্টি লক্ষ্য করে গুলির সময় বন্দুকধারী মরলেন নারী পথচারীর গুলিতে
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম