বায়ুদূষণ: দিল্লির স্কুল-কলেজ আবার বন্ধ

বাতাসে দূষণের বিষে শ্বাস নিতে পারছে না ভারতের রাজধানী দিল্লির বাসিন্দারা। এ পরিস্থিতিতে প্রায় ১৫ দিন বন্ধের পর গত সোমবারই স্কুল-কলেজ সব খুলেছিল দিল্লি সরকার।

>>রয়টার্স
Published : 2 Dec 2021, 03:58 PM
Updated : 2 Dec 2021, 03:58 PM

কিন্তু বাতাসের মান অত্যন্ত খারাপ পর্যায়ে থাকার মধ্যেই স্কুল খোলা নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট দিল্লি সরকারের কড়া সমালোচনা করেছে।

এরপরই দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই ঘোষণা দিয়ে বলেছেন, শুক্রবার থেকে রাজধানীর সব স্কুল-কলেজ ফের বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বন্ধ রাখা হবে।

গত সোমবার স্কুল খোলার নির্দেশের সময় মনে করা হচ্ছিল দূষণের কবল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে দিল্লি। কিন্তু বাস্তবে ধরা পড়েছে উল্টোটাই।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে বলেছে, পূর্ণবয়স্করা যেখানে বাড়ি থেকে কাজ করছেন, সেখানে বায়ু দূষণের মধ্যে স্কুল পড়ুয়া শিশুদের কেন বাইরে পাঠানো হচ্ছে?

দিল্লির কেজরিওয়াল সরকারকে এ নিয়ে আদালত তুলোধুনো করার পরই আগামী শুক্রবার থেকে আবার সব স্কুল-কলেজ বন্ধের ঘোষণা এল।

গত মাসে দিওয়ালির সময় থেকেই দিল্লির দূষণ ভয়াবহ আকার ধারণ করে। তার ওপর ফসলের নাড়া পোড়ানোর ধোঁয়ায় সৃষ্ট বায়ু দূষণে পরিস্থিতি এমন দাঁড়ায়, ১৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সব স্কুল-কলেজ।

অবশেষে গত সোমবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে এখন আবার তা বন্ধ করা হচ্ছে।