অস্ট্রেলিয়ায় ২ জনের ওমিক্রন শনাক্ত

এবার অস্ট্রেলিয়ায় দক্ষিণ আফ্রিকা থেকে আগত দুইজনের দেহে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 01:17 PM
Updated : 28 Nov 2021, 01:17 PM

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের (এনএসডাব্লিউ) স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা থেকে নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে আসা ওই দুইজনের দেহে করোনাভাইরাস পরীক্ষা ফল পজিটিভ এসেছে।

পরে ভাইরাসের জিনোম সিকোয়েন্স করে রোববার এটি ওমিক্রন ভ্যারিয়েন্ট বলে নিশ্চিত হওয়া গেছে।

নিউ সাউথ ওয়েলস এর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দুইজনের দেহে কোনও উপসর্গ ছিল না। তারা পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এবং কোয়ারেন্টিনে আছেন।

তাছাড়া, দেশটিতে দক্ষিণ আফ্রিকাফেরত আরও ১২ যাত্রীকে ১৪ দিনের হোটেল কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া, আরও প্রায় ২৬০ জন যাত্রী ও বিমানকর্মীকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্টটি যুক্তরাজ্য, জার্মানি, ইতালিসহ কয়েকটি দেশে শনাক্ত হওয়ার পর অস্ট্রেলিাতেও শনাক্ত হল। এই ধরনকে মোকাবেলায় অনেক দেশই দক্ষিণ আফ্রিকা থেকে আগতদের ওপর কড়াকড়ি আরোপ করছে।

অতি সংক্রামক এই ধরন মহামারীর আরেক ঢেউ বয়ে আনতে পারে বলে উদ্বেগ বাড়তে থাকায় অস্ট্রেলিয়াও শনিবার দক্ষিণ আফ্রিকার ৯ টি দেশে অবস্থান করেছেন এমন ভ্রমণকারীদের ওপর কড়াকড়ি আরোপ করেছে।