কোভিড-১৯: ব্রিটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টের ২ রোগী শনাক্ত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দুই রোগী পাওয়া গেছে ব্রিটেনে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2021, 04:57 PM
Updated : 27 Nov 2021, 05:15 PM

এরা দু’জনেই দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ করেছিলেন বলে শনিবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন।

সম্প্রচারকৃত এক ক্লিপে তিনি বলেন, “গত রাতে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা আমাকে যুক্তরাজ্যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দু’জনকে শনাক্তের কথা জানিয়েছে। একজন চেলমসফোর্ডে, অপরজন নটিংহামে।” 

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুই ব্যক্তি ও তাদের পরিবারগুলোর সব সদস্যকে ফের পরীক্ষা করা হয়েছে এবং আরও পরীক্ষা ও সংস্পর্শে আসা লোকজনের পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত সবাইকে পৃথকভাবে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

রোববার স্থানীয় সময় ভোর ৪টা থেকে ইংল্যান্ড মালাউই, মোজাম্বিক, জাম্বিয়া ও অ্যাঙ্গোলাকে তাদের ভ্রমণ ‘রেড লিস্টে’ যুক্ত করছে। এর ফলে এসব দেশ থেকে ফেরা ব্রিটিশ ও আইরিশদের সরকার অনুমোদিত একটি হোটেলে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাসিন্দা নন এমন ব্যক্তিদের দেশটিতে ঢুকতে দেওয়া হবে না।

আগে থেকেই এ তালিকায় বতসোয়ানা, এসওয়াটিনি, লেসোথো, নামিবিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছিল।

জাভিদ জানান, প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্স এবং প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উয়িটি শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে ‘পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন’।