চেক প্রজাতন্ত্রে নতুন কড়াকড়ি, হাসপাতালে কোভিড আক্রান্ত প্রেসিডেন্ট

করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর চেষ্টায় চেক প্রজাতন্ত্রের সরকার বৃহস্পতিবার আগেভাগেই বার, ক্লাব সব বন্ধের নির্দেশ দিয়েছে। নিষিদ্ধ করেছে ক্রিসমাসের বাজার। বেশি মানুষের জমায়েতের ওপরও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2021, 04:47 PM
Updated : 26 Nov 2021, 04:47 PM

নতুন এই কড়াকড়ির নির্দেশ দেওয়ার কয়েকঘণ্টা পরই দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্ট মিলোস জেমানের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

যদিও স্থানীয় গণমাধ্যম তাদের খবরে বলেছে, প্রেসিডেন্টের রোগের কোনও উপসর্গ নেই।

অন্য একটি রোগের জন্য ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট মিলোস ৪৬ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার অর্ধদিনেরও কম সময়ের মধ্যে তাকে আবার হাসপাতালে ফিরতে হয়েছে কোভিড নিয়ে।

চেক প্রজাতন্ত্রে মঙ্গলবার ২৫ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্তের নতুন দৈনিক রেকর্ড হয়েছে। আর গত সপ্তাহে দেশটিতে প্রতিদিন গড়ে ১,৫১৬ জনের কোভিড শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ড ইন ডাটা অনুযায়ী, কোভিড আক্রান্তের দিক থেকে বিশ্বে স্লোভাকিয়া এবং অস্ট্রিয়ার পরই তৃতীয় অবস্থানে আছে চেক প্রজাতন্ত্র। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দৈনিক কোভিড শনাক্তের সংখ্যা এবং হাসপাতালে রোগী ভর্তি আরও বাড়ার আশঙ্কা আছে।