কোভিড: নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় ইউরোপ-এশিয়া সীমান্তে কড়াকড়ি
>> রয়টার্স
Published: 26 Nov 2021 08:07 PM BdST Updated: 26 Nov 2021 09:18 PM BdST
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের নতুন আরেক ধরন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার মধ্যে সীমান্তে কড়াকড়ির পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও এশিয়ার দেশগুলো।
দক্ষিণ আফ্রিকা এবং এর প্রতিবেশী দেশগুলো থেকে এরই মধ্যে ফ্লাইট নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। সেখান থেকে ফেরা ভ্রমণকারীদেরও কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
এর কয়েকঘণ্টা পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তড়িঘড়ি এমন সব পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে। তবে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিন বলেছেন, ইইউ’ও ওই অঞ্চল থেকে বিমান চলাচল বন্ধ করার পথে রয়েছে।
বিবিসি জানায়, ফ্রান্স দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশ থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে।
দক্ষিণ আফ্রিকা, লেসোথো, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নামিবিয়া এবং ই’সোয়াতিনির ক্ষেত্রে যুক্তরাজ্য যেসব পদক্ষেপ নিয়েছে ফ্রান্সও সেই একইরকম পদক্ষেপ নিয়েছে।
এই দেশগুলো থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে অন্তত ৪৮ ঘণ্টার জন্য। ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “যেসব ভ্রমণকারী গত ১৪ দিন এইসব দেশে কাটিয়েছেন তাদেরকে সেকথা কর্তৃপক্ষকে জানাতে হবে এবং যত শিগগিরই সম্ভব আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।”
ওদিকে, ইতালিও গত ১৪ দিন দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ করা মানুষজনের ইতালিতে প্রবেশ নিষিদ্ধ করেছে।
জার্মানি দক্ষিণ আফ্রিকাকে ভাইরাসের ধরন ছড়ানো এলাকা হিসাবে ঘোষণা করতে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বাহরাইন এবং ক্রোয়েশিয়াও কিছু দেশ থেকে মানুষের আসা-যাওয়া বন্ধ করার পথে।
অন্যদিকে, এশিয়ায় ভারত তাদের সব রাজ্যে নির্দেশিকা জারি করে জানিয়েছে যে, দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা সব ভ্রমণকারীকে পরীক্ষা করে দেখতে হবে।
জাপান এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকার অন্য আরও ৫ টি দেশ থেকে আসা দর্শণার্থীদের জন্য সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে সিঙ্গাপুরও।
করোনাভাইরাসের সর্বশেষ শনাক্ত হওয়া ধরনটি নিয়ে বেশ চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। কেউ কেউ বলছেন, এটিই এখন পর্যন্ত দেখা করোনাভাইরাসের সবচেয়ে বিপজ্জনক ধরন।
এর বিরুদ্ধে টিকা কাজ করবে কিনা, কত দ্রুত এটি ছড়াবে, উপসর্গ কতটা ভয়াবহ হবে সেসব নিয়ে এখন আরও বিস্তারিত জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। ধরনটিকে ডাকা হচ্ছে বি.১.১.৫২৯ নামে। এটির ঝুঁকি কতটা তা নিয়ে জেনেভায় বিশেষজ্ঞদের সঙ্গে শুক্রবার বৈঠক করছে ডব্লিউএইচও।
এখনই এই ধরনটি নিয়ে উদ্বেগে পড়ে তড়িঘড়ি ভ্রমণ নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে ডব্লিউএইচও বলেছে, দেশগুলোর বরং ‘ঝুঁকির ভিত্তিতে এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ’ থেকে পদক্ষেপ নেওয়া উচিত।
মানুষজনের এখনও মাস্ক পরে চলাফেরা করা, জমায়েত এড়িয়ে চলা এবং সব স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত বলে পরামর্শ দিয়েছেন ডব্লিউএইচও’র মুখপাত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে কয়েক সপ্তাহ লেগে যাবে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, দক্ষিণ আফ্রিকার নতুন ধরনটি সম্ভবত অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। বিবিসি জানায়, বেলজিয়াম প্রথম সেদেশে দক্ষিণ আফ্রিকার এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানিয়েছে।
হংকং এবং ইসরায়েলেও শনাক্ত হয়েছে করোনাভাইরাসের এই নতুন ধরনটি। তবে যুক্তরাজ্যে এখনও এই ধরন শনাক্ত হয়নি। তাইওয়ান ‘উচ্চ ঝুঁকির’ দক্ষিণ আফ্রিকান দেশগুলো থেকে আসা ভ্রমণকারীদেরকে কোয়ারেন্টিনে রাখার নিয়ম চালু করেছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বলেছে, নতুন ধরনে যে স্পাইক প্রোটিন রয়েছে সেটি মূল করোনাভাইরাসের স্পাইক প্রোটিন থেকে ভিন্ন। মূল স্পাইক প্রোটিনকে বিবেচনায় নিয়ে টিকা তৈরি হওয়ার কারণে এই টিকা নতুন ধরনের ক্ষেত্রে কার্যকর হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
করোনাভাইরাসের ডেলটা ধরনের কারণে ইউরোপের দেশগুলোতে মহামারীর চতুর্থ ঢেউ চলার মধ্যে বিধিনিষেধ জোরদারের পাশাপাশি টিকার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচির আওতা বাড়ানো হয়েছে। সেখানকার অনেক দেশেই দৈনিক ভাইরাস সংক্রমণের রেকর্ড হচ্ছে।
ইউরোপ ও যুক্তরাষ্ট্রে শীত নামার এই সময় করোনাভাইরাসের সর্বশেষ নতুন ধরনের প্রাদুর্ভাব ঘটল। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত প্রা ২৬ কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৪ লাখ মানুষ।
-
বেলারুশকে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া
-
‘গুরুতর ভুল’ বললেও মুসোলিনির ডক্টরেট ডিগ্রি থাকছে
-
আফগানিস্তানকে ৭৫ লাখ ডলারের ত্রাণ দিচ্ছে চীন
-
ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
-
সুপ্রিম কোর্টের আদেশের পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে গর্ভপাত ক্লিনিক
-
মার্কিন কংগ্রেসে তিন দশকের মধ্যে প্রথম বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
কোভিড: সাংহাইয়ের জয় ঘোষণা, বেইজিংয়ে খুলবে স্কুল
-
বেলারুশকে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া
-
‘গুরুতর ভুল’ বললেও মুসোলিনির ডক্টরেট ডিগ্রি থাকছে
-
আফগানিস্তানকে ৭৫ লাখ ডলারের ত্রাণ দিচ্ছে চীন
-
ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
-
সুপ্রিম কোর্টের আদেশের পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে গর্ভপাত ক্লিনিক
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল