কেনীয়দেরকে টিকা নেওয়ার জন্য ১ মাস সময় দিল সরকার

কেনিয়ায় কেউ পূর্ণ ডোজ কোভিড-১৯ টিকা না নিলে আগামী ২১ ডিসেম্বর থেকে বার, রেস্টুরেন্টে যেতে পারবে না এবং গণপরিবহনেও উঠতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2021, 07:02 PM
Updated : 22 Nov 2021, 07:02 PM

উৎসবের মৌসুমের প্রাক্কালে মানুষের টিকা নেওয়ার হার বাড়াতেই এ পদক্ষেপ। দেশটির ১০ শতাংশেরও কম মানুষ বর্তমানে টিকা নিয়েছে। এ সংখ্যা প্রায় ৬৪ লাখ।

বিবিসি জানায়, টিকাদানের শ্লথ গতিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ১০ দিনের টিকাদান কর্মসূচি ২৬ নভেম্বর থেকে শুরু হবে।

আফ্রিকার অনেক দেশেই টিকার স্বল্পতা থাকা নিয়ে উদ্বেগ আছে। কিন্তু তারপরও কেনিয়া সরকার তাদের জনগণকে দেওয়ার মতো যথেষ্ট টিকা আছে বলে আস্থাশীল।

কেনিয়া তাদের পাওয়া ১ কোটি ৭০ লাখ মানুষের মধ্যে এ পর্যন্ত মাত্র ৬৪ লাখ মানুষকে টিকা দিয়েছে এবং আরও ৮ লাখ ডোজ টিকা দেবে বলে আশা করছে।

এক বিবৃতিতে কেনিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গত দুই মাসে কোভিড সংক্রমণ কমে এসেছে এবং গত ১৪ দিন ধরে কোভিড সংক্রমণের হার  ০.৮% থেকে ২.৬% এর মধ্যে আছে, যেটি ইতিবাচক।