আত্মঘাতী বোমা হামলায় সোমালিয়ায় সাংবাদিক নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলায় দেশটির একজন খ্যাতিমান সাংবাদিক নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2021, 04:05 AM
Updated : 21 Nov 2021, 06:52 AM

শনিবার স্থানীয় সময় দুপুরে শহরের ব্যস্ত একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে আবদিআজিজ আফ্রিকা নামে পরিচিত সাংবাদিক আবদিআজিজ মোহামুদ গুলেদ নিহত হন।  

এ হামলায় আরও চার জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

জঙ্গি গোষ্ঠী আল শাবাব তাদের কট্টর সমালোচক এই সাংবাদিককে হত্যার দায় স্বীকার করেছে। আবদিআজিজ রাষ্ট্রায়ত্ত রেডিও মোগাদিশুতে কাজ করতেন।

তার চাচাতো ভাই আবদুল্লাহি নূর রয়টার্সকে বলেন, “আমার চাচাতো ভাই আবদিআজিজকে এক আত্মঘাতী হামলাকারী হত্যা করেছে। একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরপরই তার ওপর হামলা হয়। হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী রেস্তোরাঁটির কাছে একটি গাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটায়।

রেডিও মোগাদিশুর প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছে, ওই রেস্তোরাঁয় আবদিআজিজের সঙ্গে সোমালিয়ার জাতীয় টেলিভিশনের পরিচালক ও একজন গাড়িচালক ছিলেন।

হামলায় তারাও আহত হয়েছেন বলে ওই টেলিভিশন স্টেশনটি এক টুইটে জানিয়েছে।  

আল শাবাব এ হামলার পেছনে তারা ছিল বলে নিশ্চিত করেছে। সরকারকে উৎখাত করে দেশজুড়ে নিজেদের ধরনের কট্টর শরিয়া আইন চালু করতে চাওয়া এই গোষ্ঠীটি প্রায়ই বোমা হামলা চালায়।

আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবিদিয়াসিস আবু মুসাব ফোনে রয়টার্সকে বলেন, “মুজাহিদিনরা দীর্ঘদিন ধরেই আবদিআজিজকে হত্যার চেষ্টা করে আসছিল। সে ইসলামের বিরুদ্ধে অপরাধ করেছে। সে মুজাহিদিনদের হত্যার সঙ্গে জড়িত ছিল।”

আবদিআজিজ তার নেওয়া বন্দি আল শাবাব সন্দেহভাজনদের সাক্ষাৎকারগুলোর জন্য ব্যাপক পরিচিত ছিলেন।

আবদিআজিজ নিহতের ঘটনায় তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবেল।