যুক্তরাষ্ট্রে সঙ্গীত উৎসবে ভিড়ের চাপে পিষ্ট হয়ে অন্তত ৮ মৃত্যু

যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক সঙ্গীত উৎসবে ভিড়ের চাপে পিষ্ট হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরটির কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2021, 08:29 AM
Updated : 6 Nov 2021, 08:51 AM

শুক্রবার অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভালের উদ্বোধনী রাতের এই ঘটনায় তিনশর বেশি মানুষ আহতও হয়েছে।

শনিবার দিবাগত রাতে এনআরজি পার্কের বাইরে এক সংবাদ সম্মেলনে হিউস্টনের দমকল বাহিনীর প্রধান স্যামুয়েল পেনা হতাহতের এই খবর নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, র‌্যাপার ট্রাভিস স্কটের গান চলার সময় রাত ৯টা বা সোয়া ৯টার দিকে বিপুল সংখ্যক ভক্ত মঞ্চের সামনের দিকে যেতে চাপাচাপি, ধাক্কাধাক্কি শুরু করলে আতঙ্কজনক অবস্থার সৃষ্টি হয়, অনেকেই অজ্ঞান হয়ে পড়েন।

হিউস্টনের দমকল বিভাগ জানায়, তারা পরে যে ১৭ জনকে হাসপাতালে নিয়ে যায়, তার মধ্যে ১১ জনেরই হৃদরোগজনিত সমস্যা দেখা দিয়েছিল।

দুইদিনের ওই সঙ্গীত উৎসবের উদ্বোধনী রাতে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল বলে জানিয়েছে হিউস্টন ক্রনিকল।

শরীরের বিভিন্ন অংশ কেটে যাওয়া কিংবা আঘাত পাওয়া অন্তত ৩০০ জনকে সঙ্গীত উৎসবস্থলেই বানানো ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।  

উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন বাতিল ঘোষণা করা হয়েছে।