প্রশান্ত মহাসাগরে প্রথম নৌ মহড়া চালাল চীন-রাশিয়া

প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে প্রথম যৌথভাবে নৌ মহড়া চালিয়েছে রাশিয়া এবং চীন। মহড়ায় দুই দেশের যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2021, 05:07 PM
Updated : 24 Oct 2021, 05:07 PM

১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলেছে এ মহড়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

অক্টোবরের শুরুতে জাপান সাগরে মস্কো এবং বেইজিং যৌথ মহড়া চালিয়েছিল। সম্প্রতি কয়েকবছরে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে চীন এবং রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে।

জাপান নিবিড়ভাবে চীন-রাশিার নৌমহড়া পর্যবেক্ষণ করেছে। এ সপ্তাহের শুরুতেই জাপান জানিয়েছিল, চীন এবং রাশিয়ার ১০ জাহাজ সুগারু প্রণালী অতিক্রম করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “মহড়ার অংশ হিসাবে দুই দেশের এতগুলো জাহাজ প্রথমবারের মতো সুগারু প্রণালী অতিক্রম করেছে। এই প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসাবে স্বীকৃত।”

তাছাড়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়া এবং চীন শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করাসহ নিজেদের স্বার্থ সমুন্নত রাখতে পারে- এই বার্তা দেওয়া ছিল মহড়ার লক্ষ্য।