আইএসের পশ্চিম আফ্রিকাপ্রধান নিহত, দাবি নাইজেরিয়ার

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকা শাখার নতুন নেতাকেও নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাবাগানা মোনগুনো।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 05:02 AM
Updated : 23 Oct 2021, 05:02 AM

শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, দুইদিন আগে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী মালাম বাকোকে ‘নিকেশ করেছে’; পশ্চিম আফ্রিকা প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু মুসা আল-বারনাউয়ির মৃত্যুর পর বাকো তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

সপ্তাহখানেক আগে নাইজেরিয়ার সামরিক বাহিনী বারনাউয়ির মৃত্যুর খবরও নিশ্চিত করেছিল।

“সে মৃত, মৃতই থাকবে,” বলেছিলেন নাইজেরিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল লাকি ইরাবর।

বাকোকে হত্যা করা হয়েছে- নাইজেরিয়ার এ দাবির ব্যাপারে তাৎক্ষণিকভাবে আইএস পশ্চিমা আফ্রিকা শাখার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।