মালিতে বিমান হামলায় ‘আল-কায়েদার সহযোগী সংগঠনের নেতা নিহত’

মালিতে এক বিমান হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার আফ্রিকাভিত্তিক সহযোগী সংগঠন কাতিবা সেরমার নেতা নাসের আল তেরগুই নিহত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের সেনাবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 11:17 AM
Updated : 21 Oct 2021, 11:17 AM

ফ্রান্স নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের অংশ হিসেবে কয়েকদিন আগে ওই বিমান হামলা চালানো হয়েছিল, বৃহস্পতিবার বলেছে তারা।

সশস্ত্র সংগঠন কাতিবা সেরমার সঙ্গে আল-কায়েদার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সাহারা মরুভূমির দক্ষিণে সাহেল অঞ্চলের ৫টি দেশে তৎপর জিহাদি গোষ্ঠীগুলোকে মোকাবেলায় ২০১৪ সাল থেকে ফ্রান্সের নেতৃত্বে ‘অপারেশন বারখানে’ চলছে। এই অভিযানে ৫টি দেশে ফ্রান্স প্রায় ৫ হাজার ১০০ সেনা মোতায়েন করেছে।