নাইজেরিয়ায় ২৪ ইসলামপন্থি বিদ্রোহীকে হত্যার দাবি

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে চালানো দুটি আক্রমণে ২৪ জন সন্দেহভাজন ইসলামপন্থি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2021, 10:40 AM
Updated : 19 Oct 2021, 10:40 AM

মঙ্গলবার নাইজেরিয়ার বিদ্রোহ-বিরোধী টাস্ক ফোর্সের কমান্ডার মেজর জেনারেল ক্রিস্টোফার মুসা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির কয়েক কিলোমিটার দূরে সেনারা বোকো হারামের ১৬ বিদ্রোহীকে হত্যা করেছে।

বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির সময় মেশিনগান বসানো দুটি ট্রাক জব্দ করা হয় এবং অপর একটি ধ্বংস করা হয় বলে জানিয়েছেন তিনি। 

সোমবার রাতে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অনিয়েমা নওয়াচুকউ জানিয়েছেন, নাইজেরিয়া ও ক্যামেরুনের সেনারা যৌথ অভিযানে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) চার সদস্যকে হত্যা করেছে।

গোষ্ঠীটর জঙ্গিরা বর্নোতে সেনাবাহিনীর একটি অগ্রবর্তী ঘাঁটিতে হামলা চালিয়েছিল বলে জানিয়েছেন তিনি।

আরেক ঘটনায় সন্দেহভাজন বিদ্রোহীদের বিমান-বিধ্বংসী কামান বসানো একটি ট্রাক রাস্তায় পেতে রাখা একটি মাইনের ওপর উঠে গেলে বিস্ফোরণে আরও চার জঙ্গি নিহত হন বলে জানিয়েছেন নওয়াচুকউ। 

নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই প্রতিবেশী শাদ ও ক্যামেরুনেও বিস্তৃত হয়েছে।  

বোকো হারাম ও তাদের শাখা আইএসডব্লিউএপি এক দশকেরও বেশি সময় ধরে নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। ত্রিপক্ষীয় এই সংঘাতে এ পর্যন্ত লাখো মানুষ নিহত এবং লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছেন।