আফগানিস্তানজুড়ে জাতিসংঘের পোলিও টিকাদান কর্মসূচি শুরু নভেম্বরে

আফগানিস্তানে বহু বছরের মধ্যে এই প্রথম দেশজুড়ে পোলিও টিকাদান কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে জাতিসংঘ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2021, 03:56 PM
Updated : 18 Oct 2021, 03:56 PM

বিবিসি জানায়, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, টিকাদান শুরু হচ্ছে নভেম্বর থেকে। এ কর্মসূচির জন্য তারা তালেবানের পূর্র্ণ সমর্থনও পেয়েছে।

টিকাদান কর্মসূচিতে নারী স্টাফদের কাজ করতে দেওয়া এবং টিকাকর্মীদের টিমকে সুরক্ষা দিতেও তালেবান রাজি হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

অতীতে তালেবান টিকা কর্মসূচির বিরোধিতা করে একে মুসলিমদের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্র আখ্যা দিয়ে এসেছে।

এবার আফগানিস্তানজুড়ে নেওয়া জাতিসংঘের টিকা কর্মসূচিতে ৮ নভেম্বর থেকে বাড়িতে বাড়িতে গিয়ে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ইউনিসেফ।

৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি আফগান শিশুকে পোলিও টিকা দেওয়াই এ কর্মসূচির লক্ষ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, তিন বছরেরও বেশি সময় পর এই প্রথম আফগানিস্তানে সব শিশুর জন্য পোলিও টিকাদান কর্মসূচি শুরু হতে চলেছে। এর মধ্যে আছে ৩৩ লাখ শিশুও, যারা এর আগে পোলিও টিকাদান কর্মসূচি থেকে বঞ্চিত হয়েছে।

আফগানিস্তানে নিযুক্ত ইউনিসেফ-এর প্রতিনিধি হার্ভে লুডোভিচ ডি লাইস এক বিবৃতিতে বলেছেন, “এই পদক্ষেপ আমাদের পোলিও নির্মূলের প্রচেষ্টায় বিশাল অগ্রগতি বয়ে আনবে।”

“পোলিও সম্পূর্ণভাবে নির্মূলের জন্য আফগানিস্তানজুড়ে প্রতিটি পরিবারের প্রতিটি শিশুকে অবশ্যই টিকা দিতে হবে,” বলেন তিনি।