কোভিড-১৯: রাশিয়ায় প্রথমবার দৈনিক মৃত্যু হাজার ছাড়াল

করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে প্রথমবারের মতো রাশিয়ায় কোভিড-১৯ এ দৈনিক মৃত্যু এক হাজার ছাড়িয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2021, 01:08 PM
Updated : 16 Oct 2021, 01:08 PM

শনিবার দেশটিতে রেকর্ড ১০০২ জনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এতে রাশিয়ায় কোভিড-১৯ এ মোট মৃত্যুর সংখ্যা দুই লাখ ২২ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

রাশিয়ার করোনাভাইরাস টাস্কফোর্স জানিয়েছে, এদিন আরও ৩৩ হাজার ২০৮ জন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এদের নিয়ে সরকারিভাবে মোট আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৫৮ হাজার ছাড়িয়ে গেছে। 

দেশটির জনসংখ্যার মাত্র এক তৃতীয়াংশ করোনাভাইরাসের টিকা নিয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ার জন্য জনগণের টিকা না নেওয়াকে দায়ী করেছে রাশিয়ার সরকার।

কিন্তু অর্থনীতি সচল রাখতে কঠোর কোনো বিধিনিষেধ আরোপ করা থেকেও বিরত থেকেছে তারা। এর বদলে ক্রেমলিন টিকা নেওয়ার বিষয়ে জনগণকে উৎসাহিত করার পদক্ষেপ নিয়েছে। 

চলতি সপ্তাহে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “তাদের অবশ্যই টিকা নেওয়া দরকার, সংক্রমণ বাড়ার এই পরিস্থিতিতে জনগণকে এটা ব্যাখ্যা করে বোঝানো অব্যাহত রাখতে হবে। টিকা না নেওয়া দায়িত্বহীন কাজ, কারণ এতে মৃত্যু হয়।”