কান্দাহারে মসজিদে হামলা: মৃত্যু বেড়ে ৪৭, দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তালেবানের স্থানীয় এক নেতা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2021, 09:55 AM
Updated : 16 Oct 2021, 09:55 AM

শুক্রবার জুমার নামাজের সময় শহরটিতে শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় মসজিদ বিবি ফাতিমা মসজিদে এ হামলার ঘটনায় আরও ৭০ জন আহত হয়েছে।

কান্দাহারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান হাফিজ সাইদ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

“কান্দাহারের এক জেলায় শিয়াদের এলাকায় একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবরে আমরা শোকাহত,” বলেছেন তালেবান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খোস্তি।

ঘটনার পরপরই তালেবানের বিশেষ একটি বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

“হামলার ধরন নির্ণয় এবং যারা এর জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে ব্যবস্থা নেবে তারা,” বলেছেন তিনি।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট সংশ্লিষ্ট ইসলামিক স্টেট অব খোরাসান প্রভিন্স (আইএসআইএস-কে) শুক্রবার পরের দিকে তাদের বার্তা সংস্থা আমাকে দেওয়া এক পোস্টে কান্দাহারে মসজিদে হামলার দায় স্বীকার করে নিয়েছে।

দুই আত্মঘাতী বোমারু এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা।

সপ্তাহখানেক আগে উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে আরেকটি শিয়া মসজিদেও বোমা হামলা চালিয়েছিল আইএস-কে। সেবারের হামলায়ও শতাধিক মানুষ হতাহত হয়েছিল।