কোভিড প্রাণ কেড়ে নিল অর্ধকোটি মানুষের
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2021 12:36 PM BdST Updated: 02 Oct 2021 12:36 PM BdST
-
এপ্রিলে দিল্লির এক শ্মশানঘাটে মৃতদেহ সৎকার চলছে। সেসময় ভারত করোনাভাইরাসে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু দেখেছে। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া
পৌনে দুই বছর ধরে বিশ্বকে আতঙ্কগ্রস্ত করে রাখা করোনাভাইরাস মহামারীতে মোট মৃত্যু ৫০ লাখ ছাড়িয়ে গেছে বলে বার্তা সংস্থ রয়টার্সের এক হিসাবে উঠে এসেছে।
বিশ্বজুড়েই এখন টিকা না নেওয়া ব্যক্তিরা ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টায় বেশি ধরাশায়ী হচ্ছেন; তারমধ্যেই শুক্রবার বিশ্ব এ দুঃখজনক মাইলফলক ছাড়াল।
ডেল্টা ধরন ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকাদানের হারে ব্যাপক বৈষম্যের বিষয়টিও উন্মোচন করে দিয়েছে; অন্যদিকে পশ্চিমা দেশগুলোর কোথাও কোথাও পর্যাপ্ত টিকা থাকার পরও মানুষজন টিকা নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত যত মানুষের প্রাণ গেছে, তার অর্ধেকেরও বেশি দেখেছে ৭টি দেশ- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, ভারত।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম আবির্ভূত হওয়া কোভিডে প্রথম ২৫ লাখ মানুষের মৃত্যুতে সময় লেগেছিল এক বছরের খানিকটা বেশি; আর পরের ২৫ লাখের জন্য লাগল ৮ মাসেরও কম, বলছে রয়টার্সের পর্যালোচনা।
ভাইরাস কেবল গত সপ্তাহেই প্রতিদিন গড়ে ৮ হাজার, মিনিটে ৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে; অবশ্য এই সংখ্যা কয়েক মাস আগের তুলনায় অনেক কম। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে মৃত্যুহার ধীরে ধীরে কমে আসায় বিশেষজ্ঞদের অনেকের মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে।
এ কারণেই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার চেয়েও বিশ্বনেতাদের কাছে এখন বেশি গুরুত্ব পাচ্ছে টিকাদানের হার বাড়ানো।
গত কয়েক মাসে বিভিন্ন কোম্পানি কোটি কোটি ডোজ টিকা সরবরাহ করলেও দরিদ্র দেশগুলোর অসংখ্য মানুষ এখনও প্রথম ডোজই পায়নি।
ধনী দেশগুলো তাদের জনসংখ্যা অনুপাতে কয়েকগুণ বেশি টিকার ক্রয়াদেশ দিয়ে রেখেছে; কোনো কোনো দেশ এরই মধ্যে বেশিরভাগ নাগরিককে টিকা দেওয়া শেষে শুরু করেছে বুস্টার ডোজের প্রয়োগ।
আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্য অনুযায়ী, বিশ্বের মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি এখনও টিকার বাইরে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৬২৭ কোটি ডোজ সরবরাহ হয়েছে; অথচ স্বল্প আয়ের দেশগুলোর মাত্র ২ দশমিক ৩ শতাংশ ‘ভাগ্যবান’ মানুষ নিতে পেরেছেন প্রথম ডোজ।
কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তাদের কোভ্যাক্স কর্মসূচির আওতায় এখন সেসব দেশেই টিকা পাঠানো হবে, যারা তুলনামূলকভাবে কম টিকা সংগ্রহ করতে পেরেছে।
এই কোভ্যাক্স কর্মসূচির আওতায় জানুয়ারি থেকে ১৪০টি রাষ্ট্রে জনসংখ্যা অনুপাতে টিকা পাঠানো হয়েছিল।
করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত বিশ্বে যতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার দেশটিতে কোভিডে মৃত্যু সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে যায়।
বিশ্বের শীর্ষ অর্থনীতির এ দেশটিতে এখন শনাক্ত রোগী ও হাসপাতালে ভর্তির হার খানিকটা নিম্নমুখী হলেও ঠাণ্ডা আবহাওয়ার কারণে চার দেয়ালের ভেতর কর্মকাণ্ড বেড়ে গেলে পরিস্থিতি পাল্টে যেতে পারে বলেও কর্মকর্তারা আশঙ্কা করছেন।
শুক্রবার রাশিয়া করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৮৮৭ জনের মৃত্যু দেখেছে; এ নিয়ে টানা চারদিন দেশটিতে কোভিডে মৃত্যু আগেরদিনের রেকর্ড টপকাল।
রাশিয়ায় টিকা পাওয়ার উপযুক্তদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩৩ শতাংশ প্রথম ডোজ পেয়েছেন।
অঞ্চলগুলোর মধ্যেই দক্ষিণ আমেরিকাই কোভিডে বিশ্বের মোট মৃত্যুর ২১ শতাংশের সাক্ষী হয়েছে বলে জানাচ্ছে রয়টার্সের পর্যালোচনা; ১৪ শতাংশের বেশি মৃত্যু নিয়ে দক্ষিণের পেছনেই আছে উত্তর আমেরিকা ও পূর্ব ইউরোপ।
তবে অতি সংক্রামক ধরন ডেল্টায় প্রথম বিপর্যস্ত দেশগুলোর অন্যতম ভারতে এখন দৈনিক মৃত্যু ৪ হাজার থেকে কমতে কমতে ৩০০-তে এসে পৌঁছেছে। দেশটিতে টিকাদানের গতিও অনেক বেড়েছে।
ভারতের টিকা পাওয়ার উপযুক্তদের প্রায় ৪৭ শতাংশই টিকার প্রথম ডোজ পেয়ে গেছেন; দেশটির কর্মকর্তারা গত সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় ৭৯ লাখ ডোজ টিকা দিয়েছেন বলে আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্য থেকে জানাচ্ছে রয়টার্স।
করোনাভাইরাসের ধরনগুলোর মধ্যে এখন বিশ্বজুড়ে ডেল্টারই একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে; বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯৪ সদস্য রাষ্ট্রের ১৮৭টিতেই ধরনটির উপস্থিতি পাওয়া গেছে।
-
খরচের বাজারে সঞ্চয় ভাঙছেন, কম খাচ্ছেন ভারতের অবসরপ্রাপ্তরা
-
ইমরানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, ১৭শ গ্রেপ্তার
-
নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
-
সোমালিয়ায় ক্ষুধার ‘কামড়ে’ মরছে শিশুরা
-
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড
-
‘গান লবির বিরুদ্ধে দাঁড়াতে’ নাগরিকদের প্রতি আহ্বান বাইডেনের
-
‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
-
মেক্সিকোতে হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ১১
-
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড
-
ইমরানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, ১৭শ গ্রেপ্তার
-
সোমালিয়ায় ক্ষুধার ‘কামড়ে’ মরছে শিশুরা
-
নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
-
‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
-
‘গান লবির বিরুদ্ধে দাঁড়াতে’ নাগরিকদের প্রতি আহ্বান বাইডেনের
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প