সুইডেনের গোথেনবার্গে বিস্ফোরণ, গুরুতর আহত ৪

সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গের কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকায় বিস্ফোরণ ও আগুনে চার জন গুরুতর আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2021, 07:07 AM
Updated : 28 Sept 2021, 09:32 AM

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের জানানো হয়েছে।

বিস্ফোরণ ও আগুনের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

দমকল কর্মীরা ধোঁয়া বের হতে থাকা একটি আবাসিক ব্লক থেকে লোকজনকে বের করে আনার পর অন্তত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সলগ্রিয়েনস্কা বিশ্ববিদ্যালয় হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, গুরুতর জখম নিয়ে আসা তিন নারী ও এক পুরুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সুইডেনের রাষ্ট্রায়ত্ত রেডিও পরিষেবা এসআরের প্রতিবেদনে প্রায় ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে।

পুলিশ তদন্ত শুরু করার কথা জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি।

জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, তারা ওই ভবন থেকে লোকজনকে বের করে আনার ও আগুন নেভানোর কাজ করছে। গ্যাস লিক থেকে বিস্ফোরণের সম্ভাবনা বাতিল করলেও বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো অনুমান করা থেকে বিরত ছিল তারা।

ওই ভবনটিতে বাস করা আনজা আলমেন জানান, বিস্ফোরণের প্রায় ১৫ মিনিট পর ঠিক ভোর ৫টার ঠিক পরমুহূর্তে রাস্তা থেকে আসা গোলমালের আওয়াজ পান তিনি।

তাকে ও অন্যান্যদের ওই ভবন থেকে সরিয়ে নিকটবর্তী একটি গির্জায় নিয়ে রাখা হয়েছে। সেখান থেকে আনজা ফোনে রয়টার্সকে বলেন, “আমি বারান্দায় গিয়ে যা দেখলাম তাতে হতভম্ব হয়ে গেলাম। চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, প্রত্যেকটি সিঁড়িকোঠা থেকে ধোঁয়া বের হচ্ছে। দমকলের ট্রাকগুলো মই দিয়ে লোকজনকে অ্যাপার্টমেন্টগুলো থেকে নামিয়ে নিচ্ছে।” 

জরুরি পরিষেবার এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণ ও আগুনের কাছাকাছি স্থানগুলো থেকে কয়েকশ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

গত কয়েক বছর ধরে বাড়তে থাকা সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে লড়াই করছে সুইডেন। প্রতিদ্বন্দ্বী অপরাধী দলগুলো পরস্পরের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাতে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে।