ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি ভারতের ওড়িশা, অন্ধ্র প্রদেশে

বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া একটি অতি গভীর নিম্নচাপ আরও তীব্র হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2021, 06:44 PM
Updated : 25 Sept 2021, 06:44 PM

শনিবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার স্থলে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইএমডি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি ওড়িশা অথবা অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূল দিয়ে সাগর থেকে স্থলে উঠে আসতে পারে, সে সময় ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার (ঘণ্টায় ৫৯ মাইল) বেগে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রস্তুতিতে ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে বিপদ সঙ্কেত জারি করে সবাইকে সতর্ক করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো ওড়িশা ও অন্ধ্র প্রদেশের নিচু এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেবে।

পৃথকভাবে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর পাঁচটি টিমকে ওড়িশা ও অন্ধ্র প্রদেশে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

কর্তৃপক্ষ মৎস্যজীবীদের রাজ্য দুটির উপকূল থেকে সাগরে না যাওয়ার জন্য সতর্ক করেছে।