কলম্বিয়ায় হাঙরের ৩৫০০ পাখনা জব্দ, যাচ্ছিল হংকং

কলম্বিয়ার বোগোতা বিমানবন্দর থেকে হাঙরের ৩ হাজার ৪৯৩টি পাখনার একটি চালান জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2021, 10:07 AM
Updated : 25 Sept 2021, 10:07 AM

পাখনাগুলো অবৈধভাবে হংকংয়ে পাচারের চেষ্টা হচ্ছিল বলে শুক্রবার জানিয়েছেও তারা।

বোগোতার পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, যে পরিমাণ পাখনা পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে, এসব পাখনার জন্য শিকারিরা ৩ থেকে ১৬ ফুট লম্বা ৯০০ থেকে প্রায় এক হাজার হাঙরকে হত্যা করেছে।

হাঙরের পাখনা স্বাস্থ্যের জন্য উপকারী- এমনটা প্রচলিত থাকায় অনেক দেশেই এটি চড়া দামে বিক্রি হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। 

বোগোতা বিমানবন্দরে যে চালানটি ধরা পড়েছে, তাতে প্যাকেট ছিল ১০টি। এ চালানটি কলম্বিয়ার দক্ষিণপশ্চিমের রোলদানিলো পৌরসভা থেকে এসেছে বলে জানিয়েছেন বোগোতার পরিবেশ সচিব ক্যারোলিনা উরুতিয়া।

পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। চালানটি কারা পাঠিয়েছে এবং এর চূড়ান্ত গন্তব্য নিয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।