কোভিডে এ বছরও নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের মতো এ বছরও সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে না।

>>রয়টার্স
Published : 23 Sept 2021, 06:13 PM
Updated : 23 Sept 2021, 06:13 PM

পুরস্কার জয়ীরা নিজ নিজ দেশ থেকেই নোবেল পুরস্কারের পদক ও সনদ গ্রহণ করতে পারবেন। নোবেল ফাউন্ডেশন বৃহস্পতিবার একথা জানিয়েছে।

গত বছর ইউরোপসহ গোটা বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বরাবরের মতো না হয়ে মূলত ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।

করোনাভাইরাস সংক্রমণ এবছরও নানা জায়গাতেই বাড়ছে। এ পরিস্থিতিতে নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, “আমরা মনে করি, সবাই চায় কোভিড মহামারী শেষ হোক। কিন্তু আমরা এখনও সে অবস্থায় যেতে পারিনি।”

তবে নোবেল পুরস্কার বিজয়ীদের অনুপস্থিতিতেই এ বছর স্বল্প পরিসরে স্থানীয়ভাবে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের আশা প্রকাশ করেছে ফাউন্ডেশন।

এ অনুষ্ঠান টেলিভিশন এবং নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।

তবে অসলোয় নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠান করেই দেওয়ার সম্ভাবনা খোলা রেখেছে নরওয়ের নোবেল কমিটি। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়ে থাকে নরওয়ে থেকে।

৪ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করা হয়। ১৯০১ সাল থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়ে আসছে।