বায়ু দূষণে ভারতীয়দের আয়ু কমতে পারে ৯ বছর: গবেষণা

বায়ু দূষণে মারাত্মক ক্ষতির দোরগোড়ায় ভারত। বায়ু দূষণের ফলে ভারতীয়দের আয়ু ৯ বছর কমে যেতে পারে বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2021, 01:39 PM
Updated : 1 Sept 2021, 01:39 PM

এতে বলা হয়েছে, রাজধানী দিল্লিসহ মধ্য, পূর্ব ও উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বাস করা ৪৮ কোটি মানুষ বিশ্বে সবচেয়ে চরম মাত্রার বায়ু দূষণের কবলে আছে। সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগজনকভাবে এই দূষণের মাত্রা অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে।

পরিচ্ছন্ন বায়ু কর্মসূচি জোরদার করা হলে মানুষের আয়ু ৫ বছর বাড়ানো যেতে পারে বলে জানানো হয় প্রতিবেদনে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইন্সটিটিউট (ইপিআইসি) এই প্রতিবেদন তৈরি করেছে।

বিশ্বে বায়ু দূষণের সূচকে ভারতীয় নগরীগুলো বরাবরই শীর্ষে থাকে এবং খারাপ মানের বায়ুর কারণে প্রতিবছর ১০ লাখ মানুষের মৃত্যু হয়।

বিবিসি জানায়, ইপিআইসি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে যে কোনও জায়গার চাইতে ভারতের উত্তরাঞ্চলের মানুষেরা ১০ গুন বেশি মাত্রার দূষিত বাতাসে শ্বাস নেয়।

কয়েক দশকে এই বায়ুদূষণ উত্তরাঞ্চল ছাড়িয়ে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এবং মধ্য ভারতের উল্লেখযোগ্য মধ্যপ্রদেশের মতো রাজ্যেও ছড়িয়ে পড়েছে।

ফলে ওইসব জায়গায় গড়ে মানুষের আয়ু ২০০০ সালের প্রথম দিককার তুলনায় আড়াই থেকে তিনবছর কমে গেছে, বলছে গবেষণা প্রতিবেদন।

ইপিআইসি এর ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’ রিপোর্ট এর নতুন তথ্যানুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা মোতাবেক বায়ু দূষণ কমানো গেলে ভারতের রাজধানী দিল্লির বাসিন্দাদের আয়ু ১০ বছর পর্যন্ত বেড়ে যেতে পারে।

২০১৯ সালে ভারতের বায়ুতে গড় দূষিত উপাদানের ঘনত্ব বিশ্বে সবচেয়ে বেশি ছিল। তবে ওই বছর বায়ু পরিশোধনে ভারত চালু করেছে জাতীয় পরিচ্ছন্ন বায়ু কর্মসূচি (এনসিএপি)। ভারতের এই পদক্ষেপের প্রশংসাও করা হয়েছে ইপিআইসি’র প্রতিবেদনে।

বলা হয়েছে, এনসিএপি-র লক্ষ্যমাত্রা পূরণ হলে তা ভারতের মানুষের গড় আয়ু প্রায় ২ বছর বাড়িয়ে দেবে। আরও বেশি সুরক্ষা পাবে দিল্লি। সেখানকার বাসিন্দাদের গড় আয়ু সাড়ে ৩ বছর পর্যন্ত বেড়ে যাবে।