আফগান টেলিভিশনের পর্দায় ফিরলেন নারীরা

আফগানিস্তানের অন্যতম বড় টেলিভিশন স্টেশন টোলোনিউজ তাদের পর্দায় সংবাদ উপস্থাপনায় নারীদের ফিরিয়ে এনেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2021, 09:26 AM
Updated : 17 August 2021, 10:31 AM

রোববার তালেবান বাহিনী কাবুল দখল করার পর থেকে দেশটির টেলিভিশন স্টেশনগুলোতে নারীদের উপস্থিতি দেখা যাচ্ছিল না।

অনলাইনে ছড়িয়ে পড়া আফগান জাতীয় টেলিভিশনের এক ছবিতে এক পুরুষ উপস্থাপককে তালেবান পতাকার সামনে বসে উপস্থাপনা করতেও দেখা যায়।

এমন পরিস্থিতির মধ্যেই সোমবার টুইটারে একটি ছবি পোস্ট করেন টোলোনিউজের সংবাদ প্রধান মিরাকা পোপাল। সেখানে দেখা যায়, লাইভ অনুষ্ঠানে তাদের একজন নারী সঞ্চালক তালেবান গোষ্ঠীর এক মুখপাত্রের সাক্ষাৎকার নিচ্ছেন।

মিরাকা পোপালের পোস্ট করা আরেক ছবিতে হিজাব পরা এক নারীকে বার্তাকক্ষের সকালের বৈঠকে অংশ নিতে যায়।

একজন নারী উপস্থাপক তালেবানের গণমাধ্যম দলের এক সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন। ছবি: মিরাকা পোপাল/টুইটার

রোববার প্রায় বিনা প্রতিরোধে কাবুলে পৌঁছানোর পর তালেবান বাহিনী প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ দেয়। তখন থেকেই কাবুলের দেয়াল থেকে নারীদের ছবি মুছে ফেলা শুরু হয়। তালেবানশাসিত অনেক এলাকায় নারীদের চাকরি করতে বাধা দেওয়ার খবরও আসতে শুরু করেছে। 
 

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যে ৫ বছর তারা ক্ষমতায় ছিল, তখন আফগানিস্তানে মেয়েদের পড়াশোনা ও চাকরি করার সুযোগ ছিল না। ঘরের বাইরে বের হতে হত আপাদমস্তক বোরকায় ঢেকে, পুরুষ অভিভাবকের অনুমতি নিয়ে।

আবারও সেই ‘অন্ধকার যুগ’ ফিরে আসছে বলে শঙ্কিত হয়ে উঠেছেন আফগান নারীরা। তবে তালেবান প্রতিশ্রুতি দিয়েছে, নারীদের প্রতি ‘পূর্ণ সম্মান’ দেখাবে তাদের যোদ্ধারা।