আফগানিস্তানে ভারতের শেষ কনস্যুলেটও বন্ধ, সরানো হচ্ছে নাগরিকদের

আফগানিস্তানে তালেবান আধিপত্য বাড়তে থাকায় পরিস্থিতির দ্রুত অবনতিতে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় নগরী মাজার-ই-শরিফে অবস্থিত কনস্যুলেট বন্ধ করেছে ভারত সরকার।

>>রয়টার্স
Published : 10 August 2021, 01:38 PM
Updated : 10 August 2021, 01:38 PM

এর মধ্য দিয়ে আফগানিস্তানে ভারতের সব কনস্যুলেটই বন্ধ হল। এখন আফগানিস্তানের রাজধানী কাবুলে কেবলমাত্র ভারতের দূতাবাস কার্যকর রয়েছে।

মঙ্গলবার ভারত নিজেদের কূটনীতিক ও নাগরিকদের আফগানিস্তান থেকে ফিরিয়ে আনতে একটি সামরিক বিমানও পাঠিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিশেষ ফ্লাইটে তাদেরকে বাড়ি ফেরার আহ্বান জানিয়েছে ভারত সরকার।

আফগানিস্তানের সেনাবাহিনী এবং তালেবান গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। গত দু'দিনে তালেবানের আক্রমণ আরও তীব্র হয়েছে। দেশটির উত্তর, পশ্চিম ও দক্ষিণে গত শুক্রবার থেকে সোমবারের মধ্যে ছয়টি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে গেছে।

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টি তালেবানের হামলা থেকে আফগানিস্তানের ছোট্ট শিখ ও হিন্দু সম্প্রদায়কে রক্ষার জন্য তাদেরকেও ফিরিয়ে আনতে সহায়তা করার অনুরোধ জানিয়েছে সরকারের কাছে।

কংগ্রেস পার্টির কর্মকর্তা শেরগিল একটি হিসাব দিয়ে বলেছেন, আফগানিস্তানে প্রায় ৭৫০ জনের মতো শিখ এবং হিন্দু আছে।