চেক রিপাবলিকে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২

জার্মানির মিউনিখ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রেনের সঙ্গে চেক রিপাবলিকের একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে দুই জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 10:47 AM
Updated : 4 August 2021, 10:47 AM

বুধবার চেক রিপাবলিকের পশ্চিমাঞ্চলীয় শহর ডোমেজলাইসের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রেন দুটির সংঘর্ষে গুরুতর আহত চার জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে আরও সাত জনের অস্ত্রোপচার লেগেছে; ৩১ জন সামান্য আঘাত পেয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক উদ্ধারকারী সংস্থা।

“এক্স ৩৫১ থামার ইঙ্গিত দেওয়া সঙ্কেত পেরিয়ে যায় এবং যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়,” মিউনিখ থেকে প্রাগগামী দ্রুতগতির ট্রেনটির নাম জানিয়ে বলেন চেক রিপাবলিকের পরিবহনমন্ত্রী কারেল হেভলিসেক।

দেশটির টেলিভিশনের ফুটেজে দ্রুতগতির ট্রেনটির চালকের ভাঙাচোরা কেবিন ও স্থানীয় ট্রেনটির সামনের অংশ দেখানো হয়েছে।

বার্তা সংস্থা সিটিকে জানিয়েছে, চেকের রাজধানী প্রাগের ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের গ্রাম মিলেভসের কাছে স্থানীয় সময় সকাল ৮ টার দিকে হওয়া এ দুর্ঘটনার পরপরই জরুরি বিভাগ ঘটনাস্থলে চারটি হেলিকপ্টার পাঠায়।

নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপ ঘাটাঘাটি করছেন বলে চেক টেলিভিশনকে জানিয়েছেন আঞ্চলিক দমকল বিভাগের কমান্ডার জেরোস্লেভ হৃদলিকা।