ভারতকে ১৪টি শিল্প নিদর্শন ফিরিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া

ভারত সরকারকে ১৪ টি শিল্প নিদর্শন ফেরত দিচ্ছে অস্ট্রেলিয়া। ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়ায় সংরক্ষিত আছে এইসব শিল্পকর্ম। এগুলো সম্ভবত চুরি, লুট বা অবৈধভাবে ভারত থেকে সরানো হয়েছিল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2021, 04:56 PM
Updated : 30 July 2021, 07:57 PM

তাই শিল্পকর্মগুলো ভারতেই ফেরত পাঠাতে চায় অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি। এগুলোর আর্থিক মূল্য প্রায় ২২ লাখ মার্কিন ডলার বলে জানিয়েছে বিবিসি।

মূলত 'ধর্মীয় ও সাংস্কৃতিক’ এই শিল্প নিদর্শনগুলোর মধ্যে রয়েছে- কয়েকটি ভাস্কর্য, কয়েকটি ফটোগ্রাফ এবং একটি আঁকা স্ক্রোল। এর মধ্যে কয়েকটি সেই দ্বাদশ শতাব্দীতে সৃষ্ট।

ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়ার পরিচালক বলেন, “এগুলো ফেরত দেওয়ার মধ্য দিয়ে ইতিহাসের একটি কঠিন অধ্যায়ের সমাপ্তি ঘটবে।”

ছবি- ইউটিউব ভিডিও

ক্যানবেরার ন্যাশনাল গ্যালারি ১৩ টি শিল্পকর্মই কিনেছিল আর্ট ডিলার সুভাষ কাপুরের কাছ থেকে। অস্ট্রেলিয়া এর আগেও কয়েকবার ভারত সরকারকে সুভাষ কাপুরের কাছ থেকে কেনা শিল্পকর্ম ফেরত দিয়েছে।

২০১১ সালে জার্মানিতে মূর্তি চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সুভাষ কাপুর। তিনি এখনও ভারতে বিচারাধীন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়ার পরিচালক জানান, কয়েকমাসের মধ্যেই ভারতকে শিল্প নিদর্শনগুলো ফেরত দেওয়া হবে।

অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, “সদিচ্ছা এবং বন্ধুত্বের এ এক অসাধারণ দৃষ্টান্ত।”