সন্দেহভাজন অপরাধীকে মেরে ফেলার হুমকি, যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

সন্দেহভাজন এক অপরাধীকে ধরার সময় তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া যুক্তরাষ্ট্রে কলোরাডো রাজ্যের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 07:10 AM
Updated : 29 July 2021, 07:10 AM

বিবিসি জানিয়েছে, বডি ক্যামেরায় অরোরা শহরের পুলিশ সদস্য জন হবার্টকে সন্দেহভাজন এক অপরাধীকে পিস্তল দিয়ে আঘাত করতে এবং ‘নড়াচড়া করলেই গুলি করবো’ এমন হুমকি দিতে দেখা গেছে।

হবার্টকে থামাতে ব্যর্থ হওয়ায় ঘটনাস্থলে থাকা পুলিশের আরেক কর্মকর্তা ফ্রান্সিন মার্টিনেজকেও গ্রেপ্তার করা হয়েছে।  

গত বছর পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে তুমুল বিক্ষোভের পর দেশটিতে পুলিশের অসদাচরণ নিয়ে ব্যাপক তদন্তের মধ্যে এ গ্রেপ্তারের খবর এল।

মঙ্গলবার গণমাধ্যমে আসা বডি ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন ওই অপরাধীকে ‘আমি শ্বাস নিতে পারছি না’ এবং ‘আপনি আমাকে মেরে ফেলছেন’ বলতে শোনা গেছে। হবার্ট সেসময় বারবার ‘জোরাজুরি করো না’ বলছিলেন।

“এটা দুঃখজনক। আমরা বিরক্ত, আমরা ক্রুদ্ধ। এটা পুলিশের কাজ নয়। আমরা এ ধরনের প্রশিক্ষণ দিইনা,” মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেন অরোরার পুলিশ প্রধান ভেনিসা উইলসন।

সন্দেহভাজন ওই অপরাধীর নাম কাইল ভিনসন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সহিংসতার এক ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

হবার্টের পিস্তলের আঘাতে রক্তাক্ত ভিনসনকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা ‘আশঙ্কাজনক নয়’ বলে জানানো হয়েছে।