করোনাভাইরাস নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ কোভিড-১৯ নিয়ে লোকজনের ‘ভীতু’ হওয়া উচিত নয় বলে মন্তব্য করার জন্য ক্ষমা চেয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 01:00 PM
Updated : 25 July 2021, 01:00 PM

বিবিসি জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর সুস্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তা জানানোর সময় জাভিদ এমন কথা লেখেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য কোভিড বিধিনিষেধ মেনে চলা মানুষজনের জন্য ‘অবজ্ঞাপূর্ণ’ বলে নিন্দা করেছে বিরোধী দল লেবার পার্টি।

ওদিকে, করোনাভাইরাস আক্রান্তদের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্য ‘খুবই অসংবেদনশীল’।

এর পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “আমার শব্দচয়ণ দূর্বল ছিল, আমি অত্যন্ত দুঃখিত। আমি বলতে চাইছিলাম টিকা আমাদেরকে একত্রিত হয়ে ভাইরাস মোকাবেলা করতে প্রস্তুত করে, যার কারণে আমি কৃতজ্ঞ।”

নতুন এক টুইটে স্বাস্থ্যমন্ত্রী লেখেন, “আমি পুরনো লেখাটি মুছে দিয়েছি। অন্য অনেকের মতই আমিও এই ভয়ানক ভাইরাসের কাছে প্রিয়জনকে হারিয়েছি। আমি কখনওই করোনাভাইরাসকে অবজ্ঞা করে কথা বলতে চাইব না।”

যুক্তরাজ্যে গত মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদে ম্যাট হ্যানককের ইস্তফার পর দায়িত্ব নেন সাজিদ জাভিদ।