অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভের নিন্দায় রাজনীতিবিদরা

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকার মধ্যে নতুন আরোপিত লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভের নিন্দা করেছেন রাজনীতিবিদরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 12:36 PM
Updated : 25 July 2021, 12:36 PM

বিক্ষোভকারীদের ‘লজ্জ্বা পাওয়া উচিত’ বলে রোববার মন্তব্য করেছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী।

ওদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বিক্ষোভকারীদেরকে স্বার্থপর বলে নিন্দা করেছেন।

লকডাউন অবসানের দাবিতে শনিবার সিডনিজুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। মেলবোর্ন এবং ব্রিসবেনেও ছোটখাট বিক্ষোভ হয়েছে।

সিডনিতে বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। জরিমানা করা হয়েছে ৫শ’র বেশি জনকে।

বিক্ষোভকারীদের নিন্দা করে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্ল্যাডি সাংবাদিকদের বলেন, “আমাদের এই রাজ্য জুড়ে লাখ লাখ মানুষ সঠিক কাজটাই করে যাচ্ছে। আর সেখানেই মানুষের এমন অবজ্ঞায় আমার হৃদয় ভেঙে গেছে।”

বিবিসি জানায়, রোববার রাজ্যটিতে নতুন ১৪১ জনের নতুন ভাইরাস সংক্রমণ হয়েছে। বছরে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। শনিবারের বিক্ষোভের ফলে করোনাভাইরাস সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বিক্ষোভকারীদেরকে ‘আত্ম-বিধ্বংসী’ আখ্যা দিয়ে বলেছেন, “তারা কেবল লকডাউন আরও দীর্ঘায়িত করারই ঝুঁকি বাড়াচ্ছে।”

নিউ সাউথ ওয়েলস রাজ্য কর্তৃপক্ষ এরই মধ্যে লকডাউন আরও বাড়ানোর পরিকল্পনা করেছে। চলমান লকডাউন শেষ হওয়ার কথা ৩০ জুলাইয়ে।

অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক জনগণ অর্থাৎ প্রায় এক কোটি ৩০ লাখ লোক ফের লাকডাউনের আওতায় চলে গেছে।

সিডনি চার সপ্তাহ ধরে লকডাউনে থাকলেও সেখানে নতুন রোগীর সংখ্যা বাড়ছে। শনিবার নগরীটিতে রেকর্ড ১৬৩ জন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন এনএসডব্লিউর কর্মকর্তারা।