কোভিড-১৯: মালয়েশিয়ায় শনাক্ত রোগী ছাড়াল ১০ লাখ

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বগতির মধ্যে এবার মালয়েশিয়াতেও শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 11:37 AM
Updated : 25 July 2021, 11:37 AM

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একদিনে রেকর্ড ১৭ হাজার ৪৫ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানায়।

এ নিয়ে মহামারী শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ১৩ হাজার ৪৩৮ এ দাঁড়াল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভাইরাস দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটির ৭ হাজার ৯৯৪ জনের প্রাণও কেড়ে নিয়েছে।

মালয়েশিয়ায় সাম্প্রতিক দিনগুলোতে রোগী শনাক্ত ও মৃত্যুর নিত্যনতুন রেকর্ড হচ্ছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় কর্তৃপক্ষ ৯২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও গত সপ্তাহে দেশটি প্রতিদিনই শতাধিক মৃত্যু দেখেছে।

দক্ষিণপূর্ব এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়া এই মুহুর্তে এশিয়ায় কোভিড-১৯ এর উপকেন্দ্রে পরিণত হয়েছে; দেশটির বিভিন্ন অঞ্চল বিশেষ করে ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভার হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে রোগীর উপচে পড়া ভিড়।

গত সপ্তাহের চারদিন ইন্দোনেশিয়া করোনাভাইরাসে মৃত্যুর নতুন নতুন রেকর্ড দেখেছে। শুক্রবার দেশটি এক হাজার ৫৬৬ জনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে।

মহামারী শুরুর পর দেশটিতে কেবল সরকারি হিসেবেই কোভিডে মোট মৃত্যু ৮২ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত পেরিয়েছে ৩১ লাখ।

তবে এই সংখ্যাও প্রকৃত আক্রান্ত-মৃত্যুর সংখ্যার চেয়ে কম বলে ধারণা স্বাস্থ্য বিশেষজ্ঞদের।