বন্যা: বেলজিয়ামে মৃত্যু বেড়ে ৩৭, এখনও নিখোঁজ ৬

ভারি বর্ষণে নদীর পানি বেড়ে যাওয়ায় ও হঠাৎ বন্যায় বেলজিয়ামে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2021, 06:06 AM
Updated : 23 July 2021, 06:06 AM

৬ জন এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপের এ দেশটির ত্রাণ ও উদ্ধার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা বেলজিয়াম ক্রাইসিস সেন্টার এর আগে বন্যায় ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল।

বেলজিয়ামের প্রতিবেশী জার্মানিতে বন্যা অন্তত ১৭০ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপের পশ্চিমাঞ্চলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশটির কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ।

বেলজিয়াম ক্রাইসিস সেন্টার জানিয়েছে, এখনও যে ৬ জনের খোঁজ পাওয়া যায়নি, তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

এখন পর্যন্ত পাওয়া ৩৭টি মৃতদেহের মধ্যে ৩২টির পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা।