কোভিডে ঊর্ধ্বগতি: লকডাউনে যাচ্ছে সিডনি, বন্ডাই সৈকত

কোভিড সংক্রমণ একলাফে অনেক বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় সিডনির কেন্দ্রস্থল এবং বন্ডাই সৈকতসহ পূর্বাঞ্চলীয় শহরতলীর প্রায় ১০ লাখের বেশি মানুষের জন্য লকডাউন জারি হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2021, 01:26 PM
Updated : 26 June 2021, 05:24 AM

অস্ট্রেলিয়ার এই নগরীটি করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের সংক্রমণ মোকাবেলায় হিমশিম খাচ্ছে।

বিবিসি জানায়, কর্মকর্তারা ৬৫ জনের গুচ্ছ সংক্রমণের তালিকায় শুক্রবার নতুন আরও ১৭ জন যোগ হওয়ার খবর জানিয়েছেন।

গত বছর ডিসেম্বরের পর থেকে এবারই সিডনি প্রথম লকডাউন যাচ্ছে। এতদিন পর্যন্ত দেশটিতে কোভিড সংক্রমণের হার খুব কমই ছিল।

লকডাউনের আওতায় সিডনির কেন্দ্রস্থল এবং ভেতরের শহরতলীগুলোর পাশাপাশি পূর্বে সমুদ্রসৈকত তীরবর্তী শহরতলীগুলোতে মানুষজনকে ঘরে থাকার নির্দেশ জারি থাকবে।

“আমরা কয়েক সপ্তাহের জন্যও এ পরিস্থিতি দেখতে চাই না। যত দ্রুত সম্ভব এই অবস্থার অবসান চাই”, বলেন নিউ সাউথ ওয়েলসের প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিকলেইন।

তিনি বলেন, “চিকিৎসকেরা মনে করছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গোটা নগরী শাটডাউন না করে বরং কিছু এলাকা লকডাউন করে রাখার এ পদক্ষেপই এখন প্রয়োজন।”

শনিবার থেকে জরুরি প্রয়োজন ছাড়া নির্দিষ্ট এইসব এলাকার মানুষদেরকে থাকতে হবে নিজ ঘরে। ২ জুলাই পর্যন্ত চলবে এই লকডাউন।