বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা মিলল বতসোয়ানায়

বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া গেছে আফ্রিকার দেশ বতসোয়ানায়। এক হাজার ৯৮ ক্যারেটের  এই হীরা বুধবার দেশটির প্রেসিডেন্টকে দেখানো হয়েছে।

>>রয়টার্স
Published : 17 June 2021, 03:38 PM
Updated : 17 June 2021, 03:39 PM

দেবসোয়ানা নামের খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান এই মাসের শুরুতে দেশটির রাজধানী গ্যাবোরোন থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে জোয়ানেং নামের খনিতে ‘জেম কোয়ালিটির’ এই হীরা পাওয়া যায় বলে জানিয়েছে।

খনি থেকে পাওয়া হীরাকে রঙ, স্বচ্ছতা, মাপ এবং গড়নের উপর ভিত্তি করে সাধারণত জেম, নিয়ার-জেম এবং ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি- এই তিন ভাগে ভাগ করা হয়।

বড় এই হীরার সন্ধান পাওয়ার পর দেবসোয়ানার ব্যবস্থাপনা পরিচালক আর্মস্ট্রং বলেন, এখন পর্যন্ত বিশ্বে সন্ধান পাওয়া হীরাগুলোর মধ্যে এটিকে তৃতীয় বৃহত্তম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে ২০১৯ সালে আরও বড় ১৭৫৮ ক্যারেটের হীরা পাওয়া যায় বতসোয়ানায়।  হীরাটির দাম গোপন করে সেটি কিনে নিয়েছিল ফ্রান্সের একটি ফ্যাশন হাউজ।

আর পৃথিবীর সবচেয়ে বড় হীরা কুলিনানের সন্ধান মেলে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায়, যা ছিল তিন হাজার ১০৬ ক্যারেটের।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরাটির সন্ধানও মেলে ২০১৫ সালে বতসোয়ানার উত্তর-পূর্বাঞ্চলের কারোয়েতে। সেসময় এক হাজার ১০৯ ক্যারেটের টেনিস বলের সমান ওই হীরার নাম দেওয়া হয়েছিল লেসেদি লা রোনা।

হীরা উত্তোলনে আফ্রিকার দেশগুলোর সম্মুখ সারিতে আছে বতসোয়ানা। দেশটির বিভিন্ন খনি থেকে সবচেয়ে বেশি হীরা উত্তোলন হয়।

নতুন পাওয়া হীরাটি থেকে আসা অর্থ বতসোয়ানার জাতীয় উন্নয়নে কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে সরকারি এক টুইটে।