বাইডেন-পুতিন বৈঠক হতে পারে ৫ ঘণ্টার, থাকছে না বিরতি

সুইজারল্যান্ডের জেনিভায় প্রথম মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

>>রয়টার্স
Published : 16 June 2021, 11:23 AM
Updated : 16 June 2021, 11:23 AM

বুধবার স্থানীয় সময় বেলা একটায় ভিলা লা গ্রেঞ্জ-এ শুরু হতে চলা এই বৈঠক দীর্ঘ চার থেকে পাঁচ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে চলতে পারে।

মাঝে খাবার ‘খাওয়ার জন্য কোনও বিরতিও থাকছে না’ বলে সাংবাদিকদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্পর্ক তলানিতে ঠেকার এই সময়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের দুই নেতার বৈঠক নিয়ে উত্তেজনা থাকলেও জেনিভা লেকের পাড়ের ভিলার এ বৈঠকে আশেপাশের পরিবেশ মনোরম এবং শান্ত-সৌম্যই থাকবে।

তবে দু’দেশের টানাপোড়েনের সম্পর্কের কারণে বৈঠকের মাঝে দুই নেতার খাবারের কোনও পরিকল্পনা রাখা হয়নি এবং দুইজন একসঙ্গে সাংবাদিক সম্মেলন না করে বরং আলাদাভাবেই তা করবেন।

পুতিন এবং বাইডেন দুইজনই আলোচনা শুরুর আগে সুইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাদের বৈঠক ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

দুই নেতার মধ্যে নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা, অস্ত্র নিয়ন্ত্রণ, মানবাধিকারসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নানা বিষয়ে বিস্তর মতপার্থক্য থাকায় এই বৈঠকে কোনও অগ্রগতির প্রত্যাশা খুবই কম।