ছবিতে সূর্যগ্রহণ 'রিং অব ফায়ার'

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা গেছে গত বৃহস্পতিবার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা গেছে এই অপরূপ দৃশ্য। এই গ্রহণ ছিল আংশিক। অর্থাৎ পুরো সূর্য নয়, তার একটা অংশ ঢাকা পড়েছিল। একটা বলয়ের মতো সূর্যকে দেখা যাচ্ছিল। তাই গ্রহণটির সময়ে চাঁদের চারপাশের সূর্য দেখতে আংটি আকৃতির আগুনের মত লেগেছে। সেজন্যই একে বলা হচ্ছে ‘রিং অব ফায়ার।’রয়টার্স তুলে ধরেছে সেই মহাজাগতিক দৃশ্যের কিছু ঝলক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 06:33 PM
Updated : 13 June 2021, 06:33 PM